রকেট অ্যাপ ডাউনলোড করুন খুব সহজেই

প্রযুক্তির অন্যতম একটি অবদন মোবাইল ব্যাংকিং। যেটি মানুষের লেনদেন সহজ করার মাধ্যমে কমিয়েছে দুর্ভোগ। বর্তমানে দেশে মোবাইল ব্যাংকিং সেবা অনেক কোম্পানিই চালু করেছে। তার মধ্যে একটি হলো রকেট। এটি পরিচালিত হয়ে আসছে ডাচ বাংলা ব্যাংক কতৃক। মোবাইল ব্যাংকিং এর সকল ডিজিটাল সেবা আপনি রকেট অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন। তাই আজকের লেখাটাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে রকেট অ্যাপ ডাউনলোড পদ্ধতি নিয়ে।

রকেট অ্যাপ কি?

রকেট অ্যাপ হলো মোবাইল ব্যাংকিং সেবার ডিজিটাল সংস্করণ। ডাচ বাংলা কতৃক এই মোবাইর ব্যাংকিং সেবা চালু হয় ২০১১ সালে। দেশে মোবাইল ভিত্তিক ব্যাংকিং সেবা সর্বপ্রথম চালু করে ডাচ বাংলা ব্যাংক। যেটি বর্তমানে বৃহৎ প্রসার লাভ করেছে গ্রাহকদের ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে। রকেট অ্যাকাউন্ট আপনি দুই পদ্ধতিতে ব্যবহার করতে পারবেন। একটি পদ্ধতি হলো ইউএসএসডি কোড ব্যবহার করে। আরেকটি পদ্ধতি হলো রকেট অ্যাপ ব্যবহার করে। তবে আজকের লেখার মূল বিষয়বস্তু হলো রকেট অ্যাপ নিয়ে। চলুন  ধাপে ধাপে দেখি কিভাবে আপনার স্মার্ট ফোনে রকেট অ্যাপ ডাউনলোড করবেন।

কিভাবে ডাউনলোড করবেন রকেট অ্যাপ?

মূলত যেসব পদ্ধতি গুলো অনুসরণ করে রকেট অ্যাপ ডাউনলোড করবেন, তা নিচে উল্লেখ করা হলো।

ধাপ-০১

উপরের পেজে দেখুন “প্লে স্টোর”এ্যাপ। আপনার ফোনে থাকা “প্লে স্টোর” এ্যাপটিতে ক্লিক করবেন।

রকেট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ১

ধাপ-০২

“প্লে স্টোর” এ্যাপটিতে ক্লিক করার পর উপরের মতো একটি পেজ ওপেন হবে। এবং সেখানে সার্চের একটি ঘর থাকবে।

রকেট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ২

ধাপ-০৩

সার্চ করার ঘরটিতে ক্লিক করে লিখতে হবে “Rocket”

রকেট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ৩

ধাপ-০৪

“Rocket” লিখে সার্চ করার পর উপরের মতো আরেকটি পেজ ওপেন হবে। সেখানে “Install” অপশনে ক্লিক করবেন।

রকেট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ৪

ধাপ-০৫

“Install” অপশনে ক্লিক করার পর উপরের মতো পুনরায় আরেকটি পেজ দেখতে পাবেন। যেখানে অ্যাপটি ডাউনলোড হবে। চাইলে আপনি “Cancel” অপশনে ক্লিক করে ডাউনলোড বন্ধও করে দিতে পারবেন।

রকেট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ৫

ধাপ-০৬

ডাউনলোড শেষ হলে পুনরায় আরেকটি পেজ দেখতে পাবেন। পেজটির ‘Open’ অপশনে ক্লিক করতে হবে।

রকেট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ৬

ধাপ-০৭

“Open” অপশনে ক্লিক করার পর উপরের মতো নতুন আরেকটি পেজ দেখতে পাবেন। সেখানে Language— বাংলা অথবা English যে কোন একটি সিলেক্ট করে “Next” অপশনে ক্লিক করতে হবে।

রকেট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ৭

ধাপ-০৮

“Next” অবশনে ক্লিক করার পর, নতুন যে পেজটি ওপেন হয়েছে সেটির খালি ঘরটিতে আপনার রকেট অ্যাকাউন্টের মোবাইল নাম্বার বসাতে হবে। এরপর “Next” অপশনে ক্লিক করবেন

রকেট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ৮

ধাপ-০৯

“Next” অপশনে ক্লিক করার DBBL অফিস থেকে আপনার রকেট রেজিস্ট্রেশনকৃত নাম্বারে কল আসবে। সেটি রিসিভ করে আপনার পিন নাম্বার বসাতে বলবে।

রকেট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ৯

ধাপ-১০

পিন নাম্বার বসানোর পর কল অটোমেটিক কেটে যাবে। এরপর উপরের মতো একটি পেজ ওপেন হবে। সেটিতে  Security Code এর ঘরটিতে আপনার নাম্বারে আসা মেসেজে একটি কোড থাকবে। এই কোড বসাবেন এবং Pin এর ঘরে  আপনার দেওয়া গোপণ পিন নাম্বার বসিয়ে  “VERIFY” অপশনে ক্লিক করতে হবে।

রকেট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ১০

ধাপ-১১

“VERIFY” অপশনে ক্লিক করার পর উপরের মতো নতুন আরেকটি পেজ ওপেন হবে। সেটিতে আপনার মোবাইল নাম্বার এবং গোপণ পিন কোড বসিয়ে “Log In” অপশনে ক্লিক করতে হবে।

রকেট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ১১

ধাপ-১২

“Log In” অপশনে ক্লিক করার পর উপরে মতো একটি নতুন পেজ দেখবেন। যেটি আপনার রকেট অ্যাকাউন্টের ফাইনাল পেজ।

রকেট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ১২

কেন ব্যবহার করবেন রকেট অ্যাপ?

কোন পণ্য অথবা সেবা গ্রহণ করার পূর্বে আমরা সেই পণ্য এবং সেবার মধ্য কি কি সুবিধা আছে তা বিবেচনা করি। মূলত যে পণ্য অথবা সেবাটিতে  সবচেয় বেশি সুবিধা থাকবে, সেটি গ্রহণ করার দিকেই গ্রাহক ঝুকবে। তাই একজন গ্রাহকের সেবা গ্রহণের পূ্র্বে জানা দরকার রকেট অ্যাপের কি কি সুবিধা রয়েছে।  তাহলে এক নজরে দেখে আসি—রকেট অ্যাপের সুবিধাসমূহ।

ক্যাশ ইন

রকেট অ্যাপ ব্যবহার করে খুব সহজে আপনি একটি রকেট অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটি  রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। মোবাইল ব্যাংকিং সেবা চালুর হওয়ার পূর্বে যেটি করতে আমাদের  যেতে হতো ব্যাংকে।

ক্যাশ আউট

আপনার রকেট অ্যাকাউন্টে জমানো টাকা ইউএসএসডি কোড ব্যবহারের পরিবর্তে রকেট অ্যাপের মাধ্যমে তুলতে পারবেন খুব সহজে।

মোবাইল রিচার্জ

খুব সহজেই রকেট অ্যাপ ব্যবহার করে আপনার মোবাইল নাম্বারে টাকা রিচার্জ করতে পারবেন।

রিচার্জে ডিসকাউন্ট

রকেট অ্যাপ ব্যবহার করে নির্দিষ্ট কিছু অফারে আপনার মোবাইল নাম্বারে রিচার্জ করলে পাবেন ডিসকাউন্ট সুবিধা।

বিল পে

একসময় আমাদের ব্যাংকের মাধ্যমে  লাইনে দাড়িয়ে বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, ইন্টারনেটের বিল পরিশোধ করতে হতো। এখন আপনি ঘরে বসে রকেট অ্যাপ ব্যবহারে করে এসব বিল পরিশোধ করতে পারবেন খুব সহজেই। 

মুনাফা

রকেট অ্যাপে আপনার জমা টাকার উপর একটি নির্দিষ্ট সময়ে মুনাফা প্রদান করে থাকে। 

ব্যাংকে টাকা ট্রান্সফার

রকেট অ্যাপ ব্যবহার করে কিছু নির্দিষ্ট ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন সহজেই।

উপরে উল্লেখিত সেবা গুলো দেশের যে কোন প্রান্তে যে কোন সময় আপনি রকেট অ্যাপ ব্যবহার করে গ্রহণ করতে পারবেন।

উপসংহার

পুরো লেখাটিতে  তুলে ধরা হলো রকেট অ্যাপের ডাউনলোড পদ্ধতি এবং কেন ব্যবহার করবেন রকেট অ্যাপ। আশা করি লেখাটি মনযোগ সহকারে পড়ার মাধ্যমে পাঠক সহজে জানতে পারবেন রকেট অ্যাপ  সম্পর্কে।

 

Leave a Comment