আমাদের আগের আর্টিকেলটিতে আমরা আলোচনা করেছি যে সিপিএ মার্কেটিং কি এবং নতুনদের জন্য শুরু করার গাইড সাথে সিপিএ মার্কেটিং নিয়ে আরও বিস্তারিত। এখানে আমরা বিস্তারিত আলোচনা করব যে কেন আপনি সিপিএ মার্কেটিং এ আপনার ক্যারিয়ার গড়বেন।
সূচিপত্র
সিপিএ মার্কেটিং কেন করবেন?
2. এই কাজ করতে কোনো প্রকার দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন হয় না।
3. কোনো প্রকার খরচ ছাড়াই আর্নিং করা সম্ভব।
4. কম সময়ে বেশি আর্নিং করা যায়।
সিপিএ মার্কেটিং করতে কি কি লাগবে?
2. ইন্টারনেট সম্পর্কে যার ন্যূনতম জ্ঞান রয়েছে।
3. যিনি অনলাইন থেকে আয় করতে ইচ্ছুক।
4. যিনি মোবাইল অথবা কম্পিউটারে ৩ থেকে ৪ ঘন্টা সময় দিতে পারবেন।
5. ধৈর্যশীল হয়ে যে কাজ করতে জানে।
6. যারা অল্পতেই হতাশ হয় না।
কি করে করবেন সিপিএ মার্কেটিং?
আমরা Cpalead নিয়ে কাজ করব।
কি কি কাজ পাবো সিপিএ মার্কেটিং এ???
সিপিএ মার্কেটিং এ অনেক কাজ রয়েছে । যেমনঃ অনলাইন সার্ভে, ইমেইল মার্কেটিং, পিন বা জিপ সাবমিট, এপ ডাউনলোড, কোনোকিছু কেনা-কাটা, কন্টেট লকার ইত্যাদি।
তার মধ্যে সবচেয়ে বেশি কাজ রয়েছে অনলাইন সার্ভে এবং পিন বা জিপ সাবমিট এর।
তাহলে চলুন দেখে নেই কিভাবে একাউন্ট করবেন?
- প্রথমে লিঙ্কে ক্লিক করে একটা একাউন্ট করে নিন।
একাউন্ট হয়ে গেলে লগইন করলে ডেসবোর্ড এ নিয়ে যাবে। - সেখান থেকে একাউন্ট এবং একাউন্ট থেকে সেটিং এ ক্লিক করতে হবে।
- সেখান থেকে আপনার কন্টাক ইনফরমেশনটি দিয়ে সেইভ একাউন্ট ইনফরমেটন এ ক্লিক করুন।
- তারপর Text Form W8 online form এ ক্লিক করে ফ্রমটি ভালো করে ফিলাপ করলেই একাউন্ট তৈরী এর কাজ শেষ।
এবার দেখে নেই কিভাবে কাজ শুরু করবেন?
- প্রথমে অফার এ ক্লিক করতে হবে।
- তারপর নিচের দিখে নামালে একটি পেজ আসবে। সেখান থেকে আপনার পছন্দের অফারটি সিলেক্ট করতে হবে।
- অফারটিতে ক্লিক করলে পেজ শো করবে।
- সেখান থেকে আপনাকে Share Affiliate Link To Earn লিঙ্কটি কপি করতে হবে।
এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমরা কাজ করব কিভাবে???
1) আপনার যদি ওয়েব সাইট থাকে সেখানে লিঙ্ক গুলি ADS আকারে প্রকাশ করতে পারেন।
2) ফেসবুকে পেইজ খুলে সেই পেজএ অফার গুলি প্রমোট করতে পারেন।
3) সোশ্যাল শেয়ারিং।
4) বর্তমানে অনেক ওয়েবসাইট আছে যারা টাকার বিনিময়ে আপনার লিঙ্কে ক্লিক করবে।
কয়েকটি মাইক্রো জব ওয়েবসাইট দেখে নেই।
Click For Signup in Online Micro Jobs
Click For Signup in Rapidworkers
আপনারা চাইলে এই ওয়েবসাইট এর মাধ্যমে লিঙ্ক গুলো প্রমোট করতে পারেন।আমি “Rapid Works” ব্যবহারের জন্য বলব।
এইত গেলো আনিং এর পর্ব।
এখন জেনে নেই কিভাবে আপনাদের আনিং এর টাকা উইড্র দিবেন।
তার জন্য আপনার একাউন্টে ক্লিক করেন।
এবার একাউন্ট থেকে সেটিং এ ক্লিক করে Payment Method এ যেতে হবে। আপনার Payment Method সিলেক্ট করে সেইভ একাউন্ট চেইঞ্জ এ ক্লিক করতে হবে।
সেইভ হয়ে গেলে আপনার Accounts এ ক্লিক তারপর পেমেন্ট এ ক্লিক করতে হবে।
১) PayPal
২) PayPal (Only for India)
৩) Payoneer
৪) CPA Lead Advertising Account
৫) Check By Email
৬) ACH (আমেরিকান দের জন্য)। আপনি চাইলে Payoneer MasterCard এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।


