Bangla love SMS for Husband, We collected these Bangla SMS for our visitor. Hope our visitor like to read these SMS. Very Interesting love SMS for husband, You can copy to send these SMS your husband, lover or friends. Also, you can share these SMS on your social Media- Like Facebook Or WhatsApp.
সূচিপত্র
Bangla love SMS for husband
যে মানুষ হাজার কষ্টের মাঝেও
তার প্রিয় মানুষ টিকে মনে রাখে|
সে সত্যিকার অর্থে ঐ প্রিয়
মানুষ টিকে ভালবাসে|
সে তাকে কখনো ভুলতে পারে না|
বন্ধু বলে ডাকো যারে,
সে কি তোমায় ভুলতে পারে,
যেমন ছিলাম তোমার পাশে,
আজও আছি ভালোবেসে ।
সত্যিকারের বন্ধু আর ছায়ার
মাঝে অনেকটাই মিল আছে।
কারণ, সত্যিকারের বন্ধু সুখে -দুখে
ছায়ার মতোই পাশে থাকে।
দিন যদি হারিয়ে যায়, দিগন্তের কাছে।
ফুল যদি ঝরে যায়, বেলার শেষে।
রাত যদি হারিয়ে যায়,
তারার দেশে, জেনে রেখো,
আমি বন্ধু থেকে যাবো তোমার পাশে।
হয়তো কেউ রবে না পাশে,
ভয় পেয় না তুমি হবেনা একা,
হাত বাড়ালেই পাবে তুমি
তোমার বন্ধুর দেখা।
আকাশ দেখেছি,, নদী দেখেছি,,
দেখেছি অনেক তারা..
দেখেনি আজ ও ফেসবুকে
আমার আসল বন্ধু কারা.!!
নদীর পারে আমি একা..,
নদী চলে আঁকা বাঁকা.
আমি বন্ব্দু বড়ো একা.,
এখন ভাবছি তোমার কথা.
তোমার সাথে আমার কিগো..,
কখনো হবেনা দেখা ?
গভীর বন্ধুত্ত্ব তখনই
চরম শত্রুতায় রুপ নেয়,
যখন একে অপরকে ভুল বুঝে।
বাস্তবে এমন কোনো ঘটনা ঘটে না,
যার কারনে বন্ধুত্ত্ব নষ্ট
হয়ে শত্রুতায় পরিনত হবে।
আর যদি এমন কিছু ঘটে,
তবে বুঝতে হবে তা বন্ধুত্ত্ব ছিলো না।
– পত্যাশি।
ভালো একজন বন্ধু যতোই ভুল করুক ,
তাকে কখন্ও ভুলে যেও না। কারন,
পানি যতোই ময়লা হোক,
আগুন নিভাতে সেই পানিই
সবচেয়ে বেশি কাজে লাগে।
ভালবাসা তৈরী হয় ভাললাগা থেকে,
স্বপ্ন তৈরী হয়, কল্পনা থেকে
অনুভব তৈরী হয় অনুভূতি থেকে,
আর বন্ধুত্ব তৈরী হয়
মনের গভীর থেকে।
Romantic Valobashar sms
পৃথিবীতে সবচেয়ে মূল্যবান
হলো খঁাটি বন্ধুত্ব,
যদি বন্ধু ভালো হয়- তাহলে সেখানে,
অশ্রুর কোনো ঠাই নেই।।
তুমি কখনও বন্ধুত্বকে কিনতে পারবে না,
তুমি এটা উপার্জন করে নাও।
কেউ যদি সাহায্যের জন্য আসে,
তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যেও।
বন্ধু. কথাটি খুব ছোট্ট হলেও
গভীরতা আকাশ সমান বিশাল ।
জীবনের প্রতিটি পদক্ষেপে
আমরা একা নই ।
চলার পথের বন্ধুর রাস্তা গুলো
বন্ধু বিনে চলা প্রায় অসম্ভব।
তাই শুধু বন্ধু হলেই পুরন হলেই
হবেনা বন্ধুত্বের পুর্ন দাবী,
হতে হবে বন্ধুর মতো বন্ধু।
কথায় আছে Friends Never Die.
বন্ধু কখনো মরেনা।
তোমায় আমি ভালবাসি
আমার জীবনের চেয়ে ও বেশি,
তোমাকে দু:খ দেওয়ার জন্য কি
তোমায় বেসেছি ভালো আমি।
দুরে কখনো আমি যাব না
কভু তোমায় ছেড়ে তোমার পাশেই
থেকেই আমি তোমায় ভালবেসে যাব
সারাটি জীবন ধরে।
বন্ধু তুমি আপন হয়ে,,
বাধলে বুকে ঘর..
কষ্ট পাব আমায় যদি,,
করে দাও পর..
সুখের নদী হয়না যেন,,
দুঃখের বালু চর..
সব সময় নিও বন্ধু আমার খবর..!!
বন্ধু তোমায় খুব বেশি মনে পড়ে
যেন পৃথিবীর সব হারিয়ে ফেলি,
একবার তুমি চোখের আড়াল হলে।
বন্ধু তুমি আমার ভালবাসার
বাঁধন আছো তুমি থাকবে ভালবাসায়,
আমার হৃদয়ে হাজার জনম জনম।
বন্ধু তুমি আমার হৃদয়ের বাধন,
আছো তুমি, থাকবে আমার..
মিশে এ হৃদয়ে সারাটি জীবন.।
বন্ধু তুমি আমার ভোরের পাখি,
হারিয়ে গেলে কভু দূর অজানায়
আমায় তুমি খুজে নিবে নাকি.?
বন্ধু তুমি আমার আশার আলো,
দুই নয়নে তুমি ছাড়া আমি..
যেন দেখি সব আধার কালো..।
বন্ধু তুমি আমার ফুলের সৌরভ,
তোমার জন্য আমার ভালবাসা।
সেই প্রকৃত বন্ধু যে বন্ধুর
চোখের প্রথম ফোটা পানি দেখে
দ্বিতীয় ফোটা পরার আগে ধরে ফেলে
আর ৩য় ফোটা পরার আগে
তা হাঁসিতে পরিনত করে।
Bangla sms For Lover
সবাই আমার বুন্ধু নয়।
আবার, আমার বুন্ধু সবার মত নয়।
সে আমার কথা মনে
রাখে শত কাজের ভিরে।
ফ্রী হলে ডাকি ও আমায়,
আছি আমি তুমার দুয়ারে।
আমি ১টা দিন চাই আলয়,
আলয় ভরা। আমি ১টা রাত চাই,
অন্ধকার ছারা। আমি ১টা ফুল চাই,
সুন্দর সুবাস ভরা।
আর ১টা ভাল বন্ধু চাই
সবার চেয়ে সেরা।
ব্ন্ধু মানে জোসনা ভেজা
গলপো বলা রাত..
বন্ধু মানে ভালোবাসার
শিক্ত দুটি হাত..
বন্ধু মানে মনের যত
গোপন কথা বলা..
বন্ধু মানে তোমার সাথে
সারা জীবন চলা।
জেগেছে পাখি গাইবে গান,
নতুন দিনের আহবান,
জেগেছে সুর্য দিবে আলো,
দিনটা তোমার কাটুক ভাল,
জেগেছে মাঝি তুলবে পাল,
সবাইকে জানাই শুভ সকাল।
ঝেড়ে ফেলো অভিমান,
ছুঁয়ে দেখ এই প্রাণ।
বন্ধ দুচোখের নিভু,
নিভু কালোয়, যে আলোয়
ভেসে আসো তুমি।
মনে হয়, মিশে যাই,
তোমার আরো কাছে।
কে তোমার সব চেয়ে ভাল
বন্ধু সেটা তখনই বুঝবে,
যখন তোমার কাউকে
খুব প্রয়োজন হবে !!
বন্ধু তোকে কাছে
না পাওয়ার যন্ত্রনা যে কি,
তোর হলে তুই বুজতিস,
তোকে দোষ দিবনা,
দোষ আমারি,আমি তোকে
আমার ভালোবাসা
দিয়ে আগলে রাখতে পারিনি ,
তাই ছুটে চলিস বহুদূরে।
আমি মেঘের মতো চেয়ে থাকি,
চাঁদের মতো হাসি,
তারার মতো জ্বলে থাকি,
বৃস্টির মতো কাঁদি,
দূর থেকে বন্ধু আমি
শুধু তোমার কথা ভাবি।
মানুষের জীবনে এমন কিছু
সময় আসে যখন নিজেকে
অসহায় মনে হয়,,
তখন নিঃস্বাথ্র্ ভাবে যে
পাশে দাড়ায় সে হল
সত্যিকারের _”বন্ধু”_
আমি মুছে দিবো তোর চোখের জল,
বন্ধু ভেভে সব কিছু আমায় খুলে বল।
সুখ দুঃখের সাথী হয়ে রব তোর সাথে,
এইটুকু বিশ্বাস থাকলে হাত রাখ হাতে।
Romantic SMS Collection Bangla
আমি সেই বৃষ্টি চাইনা,
যে বৃষ্টিতে বন্যা হয়,
আমি সেই আকাশ চাইনা,
যে আকাশ মেঘলা হয়,
আমি এমন বন্ধু চাইনা যে নতুন
কাউকে পেয়ে আমাকে ভুলে যাবে।
বন্ধু তুই কোথায় গেলি”
আমাকে না বলে”
আমি আজ চেয়ে আছি তোর পথের পানে”
জানি তুই আসবি ফিরে”
একদিন হঠাৎ করে”
সে দিন ও দেখবি বন্ধু
আমি যাই নিই তোকে ভুলে”
উত্তম বন্ধুর পরিচয়ঃ
১. যখন সাক্ষাৎ হয় তখন সে
আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।
২. তার পাশে বসলে ঈমান বৃদ্ধি পায়।
৩. তার সাথে কথা বললে নিজের জ্ঞান বৃদ্ধি পায়।
৪. তার কাজ- কর্ম দেখলে আখিরাতের কথা স্মরণ হয়।
সত্যিকারের বন্ধু জীবন
থেকে হারিয়ে যেতে পারে,
কিন্তু মন থেকে নয়।
সত্যিকারের ভালোবাসার মানুষ
জীবন থেকে চলে যেতে পারে
কিন্তু হৃদয় থেকে নয়।
ভালো বন্ধু হলো সেই,
যে আপনাকে আপনার মায়ের
মতোই যত্নে আগলে রাখবে,
পিতার মতো শাসন করবে,
বোনের মতো খুনসুটি,
ভাইয়ের মতো জ্বালাবে আর
ভালবাসবে আপনার প্রেমের
মানুষের থেকেও বেশী।
বছরের পর বছর চলে যাবে,
চোখের অশ্রু শুকিয়ে যাবে,
কিন্তু তোমার আমার বন্ধুত্ব
কখনই শেষ হবে না।
কে গো তুমি নাম কি গো তোমার,
তুমি কী পাগল না পাগলি,
পর কী শার্ট না শাড়ি,
মুখে কী মেকাপ না দাড়ি,
হাতে কি ব্যাসলেট না ঘড়ি,
তুমি কি নর না নারী,
তুমি কি জিন না পরি,
আমি কি তোমার বন্ধু হতে পারি?
হারিয়ে যাব একদিন আকাশের এককোণে
পাবেনা আমায় সেদিন খুঁজবে সব খানে
হাসবো সেদিন ভাসবো তোমার চোখের জ্বলে
সেদিন বুঝবে বন্ধু কাকে বলে ?
Bangla sms For Him/Her
যে মানুষটি তোমার বিপদের সময়
এড়িয়ে সুখের সময় কাছে থাকে
সে তোমার প্রকৃত বন্ধু হতে পারেনা।
বরং যে মানুষটি তোমার
বিপদের সময় পাশে থাকে
সেই তোমার প্রকৃত বন্ধু।
নয়ন জলে ভাসিয়ে দুচোখ
কাঁদছো কেনো তুমি-
এই দেখো তোমার পাশে
দাড়িয়ে আছি আমি-
তোমার চোখের এক ফোটা
জল পড়বে নাকো নিচে-
যতো দিন আমি
বন্ধু আছি তোমার পাশে |
বন্ধু যদি হও ,মেঘ এর মত,
দুরে যেতে দিব না তো,
বন্ধু যদি হও ,পাখির মতো ,
উড়ে যেতে দিবো না তো,
কি করে বোঝাবো তোমায়
Miss করছি কতো ।
চোখের আড়াল মানে
হারিয়ে যাওয়া নয়,
হারিয়ে গেলে খুজে নিতে হয়,
খুজে না পেলে হাত বাড়াতে হয়,
হাত ধরে বুঝে নিতে হয়।
আসল বন্ধু কয়জন এ বা হয়।
একদিন হয়তো চলে যাবো
পূথিবীর শেষ সিমানায়,
সে দিন ও দেখবে তুমি
আছি তোমার কিনারাই,
স্রিতি হয়তো বলবে কথা,
বলব নাক আমি,
পারলে দিয় মনে একটু জায়গা
যেথাই থাকব আমি।
বন্ধু বল আমায়
মনে রাখবে কি তুমি?
আমি সেই বৃষ্টি চাই না,
যে বৃষ্টিতে বন্যা হয়**
আমি সেই আকাশ চাই না*
যে আকাশ মেঘলা হয়*
আমি এমন বন্ধু চাই না*
যে নতুন কাউকে পেয়ে
আমাকে ভুলে যায়।
আকাশ অনেক বড়..তবুও সে কাঁদে!!
আর আমি?? তার তুলনায় কত্ত ছোট.?..
আমি ও কাঁদি!!
কিন্তু আকাশের মত কাউকে
সিক্ত করতে পারি না,
পারিনা র্বষার মত অবিরাম ঝরতে,
মেঘের মত কাউকে আগলে রাখতে
না পারি তোমার বিরহে পাশে থাকতে!!
কতো গুলো কথা জমে যায় বরফের মতো
কতো গুলো শব্দ ছড়িয়ে যায় আকাশে
দিন যায় এমনি করে রাত গুলো
আমিও চলে যাই তোমার মতো করে।
সন্ধা গুলো চলে যায়
চলে যায় মাস-ঋতু
এমনি করে বছর এবং
যাপিত জীবন ধারা।
কিছু, কিছু রাগ থাকে অভিমান ভরা
শক্ত হয় যেন স্বাভাবিক বৃষ্টি -খরা।
কিছু, কিছু দূরত্ব বাড়তে থাকে অবিরাম
কিছু, কিছু ঘনিষ্ঠতা সমুদ্রে হারায়
কিছুু হাত পড়ে থাকে অভিশাপ দেবার।
Mon Joy Korar sms
বসন্ত গুলো চলে যায়
উত্তপ্ত বালুকায়
বাতাস ঝরা পাতার
শব্দ শোনায় নিরালা
চলে যায় স্বপ্ব গুলো
আশা এবং প্রত্যাশা
পূরণ-অপূরণ, চিহৃ বিচিহৃ
যতো বলা নাবলা ভাবনা,
চলে যায় ভেসে যায়
সমস্ত ব্যাথা-বেদনা।
তোমাকে সারাক্ষণ যতো হাজার বার
ভালোবাসি বলি ততোবার
চোখের পলকও ফেলিনা,
তোমাকে সারাক্ষণ যতো অজস্রবার
হাত ধরতে বলি ততোবার
বুকের কম্পনও গুনি না…
তোমাকে সারাদিন যতো
সহস্রবার দেখতে চাই
ততোবার নিশ্বাসও ফেলিনা
তোমাকে সারাদিন যতো অসংখ্য বার
পাশে পেতে চাই ততোবার
বাঁচতেও চাইনা…
তুমি খুব বেশি দূরে নও
এ আমার মন জানে
শুধু চোখ জানেনা,
তুমি খুব বেশি দূরে নও
এ আমার স্পর্শ জানে
শুধু হাত জানেনা.
তোমাকে খুঁজতে, খুঁজতে
পার করেছি বহু পথ
ঝরা পাতা মাড়িয়েছি অনেক
শুধু নিঃশ্বাসেরা জানে তুমি
কতোটা কাছে পথ জানেনা,
ঝরা পাতাও না.
আমার সারাটা দিনই
বিফলে যায় তোমার
পিছে, পিছে ঘুরে,
আমি যতটানা আসি
কাছে তুমিযে ততটাই
থেকে যাও দূরে ।
তোমাকে চাইলেও কি
বা নাচাইলেও কি শূন্যই
হয় ফলা ফল,
আমার এই আমিকে
তোমার ভাবনাতেই রাখে
ব্যস্ত ও চঞ্চল ।
আমাকে পারিনা কভু
দূরে থাকার জন্য করতে
সদা প্রতিহত,
এই মন প্রাণ আত্মাটা
শুধু তোমাকে ভাবে
দিন রাত যথাযত।
আমার সারাটা দিনই দেখি যে
তোমার কাছে থাকে অনাদৃত,
তুমি যেন সদা অধরা তুমিযে
রয়ে যাও সর্বদা চির অনধিকৃত ।
আমার হৃদয়ের ঘরে সর্বদা থেকো
তুমি শুভ্র সুন্দর অনাবিল,
আমার সারাটা দিনই ভরে থাকুক
নিরাপদে তোমারই স্বপ্নীল ।
Valobashar Misti Misti sms
ভালোবাসার ঘর খানিতো
সব চেয়ে বড় হয়,
সব কিছুরই ক্ষয় আছেতো
ভালোবাসার নয় ।
ভালোবাসার সুগন্ধে ঘরটি
থাকে সদা ভরপুর,
দেহ মনের মিলন ঘটে
বাঁজিয়ে প্রেমের সুর ।
ভালোবাসার বাতায়নে
তোমারই মুখটি ভাসে,
তখন আমি পাগল হই এক
স্বপ্ন অভিলাষে ।
ভালোবাসার রঙীন চাদর
জড়িয়ে সারা গায়,
এই মনটি হয়যে উতাল
তোমার অপেক্ষায় ।
ভালোবাসার দরজা খুলে
তুমি আসলে ঘরে,
তোমার স্পর্শ পেলে পরে
দেহ-মন উঠে ভরে ।
ভালোবাসার যত জোর
ততই শক্ত হয়যে ঘর,
ভালোবাসার জোরেই কেউ
আপন কেউ পর ।
ভালোবাসার ঘর বানিয়েছি
এই বুকের ভিতর,
তোমায় নিয়ে সেথায় স্বপ্ন
রচি সারা জীবনভর ।
তোমার জন্য এই বুকে
বেঁধেছি ছোট্ট একটি বাসা,
মনের মাঝে সারাক্ষণ শুধু
তোমায় দেখার আশা ।
তুমি যে শুধু আমারই হবে
এইতো মোর প্রত্যাশা,
মোর সব অনুভবেই তুমি
এইতো মোর ভালবাসা ।
আমি তোমাকে শুধু ভাবি
শয়নে স্বপনে জাগরণে,
তোমার ঐ মুখটি ভেসে
উঠে এই মনে ক্ষণে, ক্ষণে ।
এজীবনে আমি কিছুই চাইনা
শুধু তোমাকেই চাই,
ভালবেসেই যাব জানিনা
তোমায় পাই কিনা পাই ।
New Bangla sms
শুধু তোমার জন্য মন কাঁদে
ওগো কাঁদে মোর প্রাণ ।
শুধু তোমার জন্য মন করে
ছটফট করে আনচান ।
শুধু একটি অনুরোধ আমাকে
কভু যেয়োনা ভুলে,
শুধু মোরই জন্য তোমার
মনের দুয়ার রেখো খুলে ।
সারাক্ষণই আমি ঘুরে বেড়াই
তোমার মনের প্রান্তে,
তোমাকে ভাললেগে গেছে মোর
মনেরই অজান্তে ।
তোমায় ভালবেসে সত্যি
আজ আমি যেগো মরেছি,
মন প্রাণ সপে দিয়ে আমি
তোমারই প্রেমে পড়েছি ।
আমাকে ভুল বুঝনা
আমাকে ভুল বুঝনা
তোমার নিজ গুনে আমায়
ক্ষমা করে দিও,
আমাকে ভুল বুঝনা
যত দূরেই থাকো তুমি
আমার আশীষ নিও ।
আমাকে ভুল বুঝনা
অনেক কিছু হয়তো বলতে
পারিনি সেদিন,
আমাকে ভুল বুঝনা
আজ আমায় কুঁড়ে,
কুঁড়ে খায় তোমার ঋণ ।
আমাকে ভুল বুঝনা
যদি কোনদিন তোমার
সনে দেখা হয় মোর,
আমাকে ভুল বুঝনা
সেই স্বপ্ন দেখে ফিরে
জীবনের প্রতিটি ভোর ।
আমাকে ভুল বুঝনা
তুমি দেখো আমার নীরব
ক্লান্ত নিঃসঙ্গতা,
আমাকে ভুল বুঝনা
তোমায় হারিয়ে যাচে
আমার শত নীরবতা ।
আমাকে ভুল বুঝনা তোমাকে কাছে
পেয়ে হারাই আমি নির্বোধ,
আমাকে ভুল বুঝনা আমি কেঁদে
আঁখি জলে করিযে তার শোধ ।
তোমার জায়গা জমিতে ও নেই –
আকাশে ও নেই তোমার স্থান !
তোমার কথা শুধুই আজ –
অতীত পৃথিবীর উপাখ্যান !
পৃথিবী আজ ভরেছে স্বার্থপরে-
বিশ্বাস শব্দটির অবতারণা ,
অন্য পৃথিবীর তরে !
ফিরে, ফিরে দেখো না আর
ব্যর্থ প্রেমের উদ্যান !
সেই তরু কোথায় আজ –
যে করত ছায়াদান ?
কষ্ট মানুষ কে পরিবর্তন করে ,
কষ্ট মানুষ কে শক্তিশালি করে
আর প্রতিটি কষ্টের অভিঙ্গতাই
আমার জন্য নতুন শিক্ষা ।
We Hope you like our Bangla love sms for husband Collection, If you like so please Join Our Facebook Page. Thanks
You Can also Read Here :