Love storyPremer Golpo

The Real Love Story and Breakup Story of Boyfriend and Girlfriend in Bangladesh | আবেগি ফেসবুক স্ট্যাটাস

Bangladesh Love Story.The bangla love sms you can seen any tupe sad ,broken heart,love,poem.The boy friend and girl friend for bangladesh love story.The love story is real.

ভালোবাসতো তারাই বোঝে
যাদের বাস্তব জীবনে কেউ
ভালোবেসে ছেড়ে চলে যায়।
শুধু তারাই বুঝে ভালোবাসা কি ?

 

যখন জন্মে ছিলাম আমি
তখন কান্নার শব্দ শুনে মা হেসেছিল
আর এখন ঘরের কোন বসে কান্না করি
মা হাসে না মাও কেঁদে ফেলে।

 

রোজ দিনেই তোর সাথে দেখা হয়
কেন জানিনা একদিন দেখা না হলে
থাকতে যে পারিনা ?তোকে ডেকার জন্য যাই
তোর বাড়ির সামনে তবু তুই আমাকে বুঝলিনা।

 

তোমার জন্য আমি আমার আত্মসম্মান
খেয়াল রাখিনি লোকেতো অনেক কিছু বলে
তবু এমন তোমাকে ছাড়া কিছুই বুঝেনা
তাবু তুমি আমাকে বুঝোনা।

 

ছেলেঃতোমার কাছে একটা জিনিস চাই দিবে
মেয়েঃবলো কি চাও আমি তোমাকে সব দিবো ?
ছেলেঃআমি সব চাই না। মেয়েঃ
তাহলে কি চাও বলো ?
ছেলেঃআমি তোমার মনটাকে চাই
যা আমাকে ছাড়া কাউকে দিবে না।

 

আগে সকাল থেকে রাত পর্যন্ত
তোর সাথে সারাক্ষন থাকতাম
তোর সাথেই ঘুরে বেড়াতাম
আর এখন হয়ে গেছি একা তোকে ছাড়া।

 

তোকে নিয়েতো আমি মনে
অনেক বেশি স্বপ্ন দেখেছি
কিন্তু এখন এই জীবনে তুইতো নেই
তবু স্বপ্ন দেখা এখনো ছাড়িনি।

 

এ মন এতই কষ্ট পেয়েছে যে
আগে তোর কথা শুনলে হাসতো
আর এখন তোর কথা শুনলে
বুক ফেটে কান্না বের হয়ে আসে।

 

জীবনে যে কখন সেই রানী
তোমার জীবনে আসবে বুঝতেই পারবেনা
আর সময় কেমন করে কাটবে
সেটাই বুঝতে পারবেনা তুমি।

 

প্রেমিকা কখনো বন্ধুর মায়া বুঝেনা
আর বন্ধু কখনো বন্ধুদের ছেড়ে যায়না
যাইতো চলে প্রেমিকা ?
যারা সত্যিকারের ভালোবাসা বুঝেনা।

 

স্বপ্নতো অনেক দেখি
তবু রাতে ঘুম আসেনা
রাততো ঘুমানোর জন্য
তবু ঘুম কেন আসেনা।

 

আমি ভাবি তুই আমার দিন
আর তুই ভাবিস আমি তোর রাত
কারণ তুই তোকে ভালোবাসিস
আর আমি তোকে ভালোবাসি

 

এই মনে আর যে কি রাখবো
শুধু তোমকে ছাড়া আর কি রাখবো বলো
তুমি আমার শোন্ আর কি বলবো
তুমি তো কিছু বলো।

Bangladesh Love Story

তোমার কি একবারও মনে পড়েনা
তোমার মনের মাঝে একবার জাগেনা আমার কথা
তুমি কি জানো তোমার কোথায় ভেবে                                                                                                                                              আমার মাঝে মাঝে ঘুম ভেঙে যায়।

 

রাতে ঘুমাতে খুব ইচ্ছে করে
তোমারি কারণে ঘুমাতে পারিনা
তুমি কি জানো তোমাকে নিয়ে
ভাবতে খুব ইচ্ছে করে ।

Bangladesh Love Story

তোমার একবার মনে পড়ে না যে                                                                                                                                                        আমি তোমাকে কোথায় কোথায় নিয়ে গিয়েছি
ওই জায়গা গুলোর কথা কি একবারও তোমার মনে পড়েনা

 

তুমি কি জানো তুমি আমার মনের
কল্পনায় বিশাল জায়গা জুড়ে বসে আছো
আমার এ মন শুধু তোমাকেই চেয়েছিল
কিন্তু তোমার মন যে আমাকে চায়নি।

 

বন্ধুদের সাথে থাকি তখন একটু ভালো লাগে                                                                                                                                        তার মাঝেও যেন কেমন কেমন লাগে।
কি করি বলো হটাৎ করে তোমার কথা মনে পড়ে

কেন জানি না ইদানিং আর নিজেকে সামলাতে পারছিনা
তোমাকে না দেখলে আর থাকিতে পারছিনা
কেন জানিনা কেন যে এমন হলো
তোমাকে ছাড়া এমন কিছুই বুঝেনা।

 

তুমি কেমন আছো সেটা ঠিক জানিনা
তুমি সব সময় ভালো থেকো এটাই আমি চাই
তোমার কি একটু সময়ের জন্যও
আমার সাথে দেখা করতে ইচ্ছে করেনা।

 

আমার এ পাগল মন শুধু একটাই কথা চিন্তা করে
আমার দেওয়া প্রথম gift টা কি আমার কাছে এখন আছে
না নেই সেটা তুমি ভালো জানো।

 

তোমার কি মনে আছে
আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কত কিছু ভেবেছি
একবার কি ওই স্মৃতি গুলো মনে পড়ে না

 

একটা কথা তোমার কথা এখনো খুব মনে পড়ে
তোমাকে যে বলবো সে তুমি তো তুমি নেই
তুমিতো অনেক বদলে গেছো
পেয়ে গেছো অন্য সাথে পর হলাম আমি

 

তোমার এখন কি হয়েছে জানিনা
কেননা আমার চোখে চোখ পড়লে
অচেনা মানুষের মতন ভান করে চলে যাও
তোমার কোনো অভিযোগ থাকলে বলতে পারো
তোমার সামনে আর আমি আসবো না

 

বন্ধুরা বলে তুমি সব বন্ধুদের খোঁজ খবর নাও
কিন্তু একবারও কি আমার খোঁজ নেবার ইচ্ছা করেনা
এক সময় ছিলাম আমি তোমার কাছের বন্ধু
এখন হিয়েগেছি অনেকটা পর।

 

হয়তো এখন আর তোমার কাছে আমার কোনো গুরুত্ব নেই
কিন্তু তুমি আমার কাছে খুবই গুরুত্বপূর্ন
আমি তোমাকে ভুলতে চাইনা
কিন্তু তুমি আমাকে ভুলে গেছো।

বর্তমান যেমন মানুষ জিনিস বাপর্ন ওপেনে বা কোন কিছু বিক্রি হয়
সেরকমভাবে এখন আমাদের জীবনে ভালোবাসা হয়ে গেছে
কারণ এখন ভালোবাসার মানুষের কাছে বিক্রি হয়ে যাচ্ছে
এটাই এখন বাস্তবে পরিণত হয়েছে!

 

কাউকে ভালোবেসে পাওয়া তখনও সস্তা হয়না
এই ভালোবাসা পেতে গেলে অনেক কিছু কে হারাতে লাগে
কিভাবে মজা দিতে পারে
আর কেউ মজা দিতে পারেনা অবহেলা করে দূরে ঠেলে দেয়!

Short Love Story

একজন ব্যক্তি যত একা থাকবে তাকে ততটাই অসহায় মনে হবে
এই সময় যদি কেউ পাশে এসে দাঁড়ায়
তাহলে তো জীবনটাই বদলে যাবে
এটাই বাস্তব যে এই সময় কেউ পাশে এসে দাঁড়ায় না!

 

কেউ যদি কাউকে ভালবেসে ঠকায়
সেটা তার আগের থেকে চিন্তাধারায় থাকে
আর যে মন থেকে ভালোবাসে
তার ভালোবাসার মধ্যে কোন চিন্তাধারা থাকেনা সে শুধুই মন থেকেই ভালোবেসে যায়!

 

ভালোবাসা হল এমন একটা জিনিস
যেখানে যার ভালবাসা যত প্রকাশ পাবে
সেখানে তার মর্যাদা ততই বেশি পাবে
কিন্তু অনেকেই ভালোবাসা টাকে খেলনা মনে করে!

যেসব মানুষের মুখের হাসি সুন্দর
সেসব মানুষের মন তার থেকেও সুন্দর
কেননা তারা যেমন হাসতে পারে
তেমনি মানুষকে খুব ভালবাসতে পারে!

 

যাদেরকে নিয়ে আমরা সর্বদাই ভাবি
তারা আসলে তাদের জীবনে আমাদের কোন
জায়গায় দিতে চায়না
তবুও আমরা কারো কথা ভেবে যাই!

 

যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের হোক
বা কান্নায় হোক তাকে পাগলের মতো ভালোবেসে যায়
কথা নেই যোগাযোগ নেই তবুও
অপেক্ষা করাটা ঠিক আগের মতোই রয়ে যায়!

 

একজন একজন কার সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয়না
এই সম্পর্ক শেষ হয় অহংকার আর অসম্মানের জন্য
আর কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাসঘাতকতার ক্ষেত্রে সম্পর্ক শেষ হয়ে
ওই হারিয়ে যাওয়া ভালোবাসা বারবার এমন ফিরে পেতে চাই!

 

ভালোবাসা হল এমন একটি জিনিস
যখন এর উপর বেশি দুর্বল হয়ে পড়বে
তখন সে তোমার দুর্বলতার প্রশ্রয় নিবে                                                                                                                                                                                           ভালবাসা শুধু কাঁদায় আর কিছু না.

কেন জানিনা তোমার কথা ভাবলে চোখে জল আসে
তাভ এমন কেন যে তোমাকেই ভাবে
তুমিতো আমার হবে না আমি সেটা জানি
কিন্তু আমার চোখের জল কিছুই বুঝেনা শুধু ঝরে যায় তোমারি জন্য                                                                                                                      Love Story Facebook

 

তুমি কি জানো তোমাকে ভোলার জন্য একলা ঘরে দরজা বন্ধ করে থাকি,,
কাঁদতে কাঁদতে একলা ঘরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি
কেন জানিনা এতটা ভালো কেন বেসেছি তোমাকে                                                                                                                                              এত কষ্ট আর ভালোলাগেনা

Love Story Facebook

এখন আমি হয়ে গেছি খুব একা
জানিনা কবে আমার জীবনে আসবে জীবন সাথী
সে আসলেও তার কাছে তোমার                                                                                                                                                                      ঐ ভালোবাসা পাবোনা সেটা আমি জানি

 

কবে আমি ভুলবো তোমাকে বলো
কি করে ভুলবো তোমাকে বলো
সারাদিন রাততো তোমাকেই নিয়েই ভাবি
কি করে ভুলবো বলো।।।।

 

তুমি বলোনি আমাকে আমার কেমন dress পড়লে ভালো লাগবে
কেমন করে সাজলে আমাকে ভালো লাগবে
তুমি বলেছ যেমন আছো এটাই ভালো
আর আজ তুমি অন্য কাউকে বলছ আমার কোনো style,fattion নেই।Love Story Facebook

[

সে বলে আমার বাঁশি বাজাতে নিষেধ
কিন্তু আমি যে বাঁশি বাজাতে চাওনা
আমার এমন বাঁশি ছাড়া যে কিছুই বুঝেনা
এই মনটাকে আমি বুঝতে পারলাম না

 

আমার এ মন টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে
স্বপ্ন দেখতে দেখতে আমার মস্তিষ্কের শিরা-উপশিরায় জট পাকিয় যাচ্ছে
সে বলেছে আমাকে তুমি খুব ভালো
কিন্তু আমার এ মন স্বপ্ন গুলোকে বাস্তবে রূপান্তর করতে পারছেনা

 

আমি খুব অসুস্হ হয়ে পড়েছিলাম তোমার কথা ভাবতে ভাবতে
তুমি একবার ভাবনি যে আসে আমার সাথে দেখা করবে
সত্যি আমার ভালোবাসা তোমার কাছে কোনো মূল্য ছিলোনা শেষ মুহূর্তে এসে বুঝেছি

 

আমি তাকে সব সময় সাহায্য করে
যখনই বলে তখনই তার পাশে গিয়ে দারাই
কিন্তু আজ আমি খুব বিপদে পড়েছি
তার কাছে সাহায্য চাইলাম বলে আমি কি তোমার ঘরের বউ

 

আজ আছো তো খুব ভালো
কিন্তু তুমি কি আমাকে নিয়ে স্বপ্ন দেখো
এখনো স্বপ্ন দেখি তোমাকে নিয়ে
তুমি কি দেখো আমাকে নিয়ে

 

তুমিতো তোমাকে নিয়ে সুন্দর স্বপ্ন দেখো
একবারও কি ওই স্বপ্নের মাঝে আমাকে নিয়ে স্বপ্ন দেখো
জানি তুমি অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখো

Bangla Sad Poem

বুকের ব্যথায় চোখের জলে ঘুম আসেনা
কি করি বন্ধু বলোনা গো তুমি
কেন যে পড়লাম প্রেমে
সব শেষ হলো আমার জীবনের যে।

 

আমার দুঃখের কথা সোনার মতো
একটাও মানুষ নাই
তারে পাবার জন্য আমি খুঁজে খুঁজে বেড়াই
কবে যে পাবো তার দেখা।

Bengali Sad Poem of Love

জানিনাতো সবাই আমাকে কি ভাবে
হলোনা সাথী আমার কেউ
সাথী হলো আমার চোখের জল
আর কেউ যে সাথী হলো না ।

 

আমার এমনের মাঝে হলো না আর ভালোবাসা
জন্মটাই ছিল আমার এই পৃথিবীতে ভুল
আমার এ মনটাকে আর কেউ বুঝলেনা
তাইতো যে এ মন খুব কাঁদে।

 

কখনো যে তুমি আমাকে ভালোবাসনি
করেছি শুধু অভিনয়
কেন সেটা আজও বুঝলাম না
তোমার ভালোবাসা কি পাওয়া সম্ভব না?

তোমার ঐ হারানো স্মৃতি পাওয়ার খুব যে ইচ্ছে করে
কবে যে হবে আগের মতো দেখা
দুজনে থাকবো একসাথে
তুমিতো আমার কষ্টটা বুঝলেনা।

 

এবার যদি তুমি আমার জিবনে এসো
আসে আর চলে যাবে নাতো
আর আগের মতো কষ্ট দিবেনাতো
কথা দাও তুমি আমাকে ।

 

যখনি ভাবি আমি তোমারি কথা
তোলপাড় হয়ে ওঠে বুথে বুকের ব্যথা
কেননা তুমি কথা দিয়ে তোমার
কথা রাখতে যে পারোনি।

 

চোখের আড়াল হলে যে তুমি
আর যে তুমি আমাকে দেখা দিলেনা
কার প্রেমে পড়লে তুমি                                                                                                                                                                            আমাকে ভুলে গেলে এত তাড়াতাড়ি।

 

সুখের দিন শেষ হয়ে গেছে
এখন শুধু দুঃখের দিন
কেননা তুমি এখন নেই
তাই আর আমার জীবনে কোন সুখ নেই।

 

হারানোর বেদনা তুমিতো জানোনা
কেন যে তুমি ফিরে আর এলেনা
মনে পড়ে বার বার তোমারই ওই স্মৃতি
সত্যি বলোতো আমাকে কি তোমার মনে পড়েনা।

 

দুঃখ আমায় শুধু হাতছানি দেয়
কেন সেটা আজও বুঝলাম না
চোখ জুড়ে আসে শুধু কান্না                                                                                                                                                                সেটা তুমি আজও বুঝলে না।

 

একা যে গভীর রাতে
তোমার কথা ভেবে
কিছুতেই ঘুম যে আসেনা
আর চোখের জল যে কিছু বুঝেনা।

 

এ মনে যত কিছু আসে
তার মাঝে সব সময় তুমি
তুমিতো আমার ভালোবাসা বুঝলেনা
সত্যি তুমি আমাকে বুঝলে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Back to top button