সূচিপত্র
একটি ওয়েবসাইটের প্রয়োজন কেন?
ধরে নিন,আপনার নির্দিষ্ট কিছু পণ্য বা আপনার কোন ব্যাবসা প্রতিষ্ঠান কিংবা প্রতিষ্ঠানের কোন সার্ভিস আপনার নির্দিষ্ট কোন এলাকা জুড়ে রয়েছে।
এতে করে কেবল মাত্র আপনার ঐ এলাকায় জুড়ে অবস্থানরত মানুষের মধ্যেই আপনার পণ্য বা কোম্পানির সার্ভিস সুবিধা সীমাবদ্ধ। এই এলাকার মানুষ গুলো ব্যাতিত অন্য কেউ তার সুফল ভোগ করতে পারছে না।
আপনি যদি এমন কোন সুবিধা উপভোগ করতে পারতেন, যেন আপনি নির্দিষ্ট জায়গা থেকে আপনার পণ্য, ব্যাবসার তথ্য, কোম্পানির প্রচার বিশ্বব্যাপী করতে পারতেন?
হ্যাঁ, এমন সুবিধার জন্য আপনার প্রয়োজন একটি ওয়েবসাইট।
আপনি একটি ওয়েবসাইটের মাধ্যমে এক জায়গায় বসে,সারা পৃথিবী জুড়ে আপনি আপনার পণ্য বা ব্যাবসা কিংবা কোম্পানির যেকোনো প্রচার সকলের মাঝে তুলে ধরতে পারবেন।
মানুষ আধুনিকতা ভালোবাসে। কোন কিছু কেনা-বেচা,প্রচার এর জন্য এখন ওয়েবসাইটের ব্যাবহার অপরিসীম।
আপনার পণ্য, ব্যাবসা, প্রতিষ্ঠান, আপনার বন্ধু, বিশ্বের কাছে পৌঁছাতে আজই আপনার একটি ওয়েবসাইটের প্রয়োজন। বর্তমান বিশ্বে ওয়েবসাইট ব্যাতিত ব্যাবসা বা প্রতিষ্ঠানের উন্নতি অকল্পনীয়।
এছাড়াও আমরা সবাই জানি যে ইন্টারনেট দিয়ে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং করে অনেক টাকা ইনকাম করা যায়। আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে ইন্টারনেট দিয়ে টাকা ইনকাম করা যায়। কেউ যদি শুধুমাত্র টাকা ইনকাম করার উদ্দেশ্যে ফ্রিল্যান্সিং শুরু করে তাহলে সে কখনোই সফল হবে না। টাকা ইনকাম করার আগে আপনাকে নিজের স্কিল ডেভেলপ করতে হবে যাতে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারেন।
প্রশ্ন আসতে পারে যে ফ্রিল্যান্সিং এর সাথে ওয়েবসাইট এর সম্পর্ক কি? ফ্রিল্যান্সিং আর ওয়েবসাইট সরাসরি সম্পর্কিত না হলেও আপনি যদি ওয়েব সাইট দিয়ে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে নিজের ওয়েবসাইট তৈরি করতে পারতে হবে। আপনারা ফেসবুকে অনেক নিউ শেয়ারিং ফেসবুক পেজ দেখেছেন যারা চটকদার টাইটেল এর মাধ্যমে মানুষকে ফেসবুক থেকে তাদের নিজের ওয়েবসাইটে খবর দেখানোর মাধ্যমে টাকা ইনকাম করছে।
ওয়েবসাইট টা আসলে এখানে একটি মিডিয়া হিসেবে কাজ করে যেখানে আপনি বিভিন্ন অ্যাড ব্যবহার করার মাধ্যমে ইনকাম করতে পারেন।
তাই আপনার নিজের, ব্যাবসা বা প্রতিষ্ঠান কিংবা কোম্পানির প্রচারের লাভের জন্য, আজই একটি ওয়েবসাইট তৈরি করে ফেলুন।
ভালো ওয়েবসাইট তৈরি করতে পারে কারা? কিভাবে করব?
ওয়েবসাইট তৈরি করার আগে আপনাকে জেনে নিতে হবে আপনি কি ধরনের ওয়েবসাইট বানাতে চাচ্ছেন। এখনকার বেশিরভাগ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা এবং খুব সহজে ওয়ার্ডপ্রেসের তৈরি সাইটে আপনি পোস্ট করতে পারবেন।
ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার প্রথম যে দুটি জিনিস প্রয়োজন তা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। ডোমেইন বলতে বোঝাচ্ছে আপনার ওয়েবসাইটের নাম অর্থাৎ facebook.com এর মত যে কোন ডট কম বা ডট নেট।
কিভাবে বাংলাদেশ থেকে খুব সহজে ডোমেইন কিনতে পারবেন তা জানতে চাইলে নিচের ভিডিওটি দেখতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনার ক্রেডিট কার্ড বা পেপাল নেই তাহলে আপনি বাংলাদেশ থেকেও ডোমেইন কিনতে পারবেন।
ডোমেইন কেনার পর আপনার জন্য লাগবে হোস্টিং। হোস্টিং মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটির জন্য যে জায়গাটি প্রয়োজন সেই জায়গা। শুধুমাত্র জায়গার স্পেস দেখে অর্থাৎ ১জিবি বা ২জিবি এরকমভাবে হোস্টিং এর কোয়ালিটি যাচাই করা যাবে না।
হোস্টিং এর আসল কোয়ালিটি নির্ভর করে যে এর সার্ভার কোয়ালিটি কেমন? সার্ভার প্রোভাইডার আপনার জন্য কতটুকু CPU রেখে দিচ্ছেন কতটুকু Ram আপনাকে দিচ্ছেন।
আপনি যদি খুব কম খরচে একটি সম্পূর্ণ ওয়েবসাইট যেটি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি এরকম রেডিমেড ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের একটি সেরা কোম্পানি যারা বিভিন্ন রকম Event Based Hosting Provide করে থাকে।
যদি জানতে চান কোন কোম্পানি থেকে হোস্টিং নিলে ভালো হবে বা ডোমেন নিলে ভালো হবে তাহলে আমার পছন্দ হলো এক্সনহোস্ট।
Boss Host BD Review
আমাদের অনেকগুলো সার্ভার বস হস্ট বিডিতে হোস্টিং করা রয়েছে এবং বস হস্ট বিডির সবচেয়ে বড় সুবিধা হল প্রোভাইডার বাংলাদেশী।
- সার্ভার লাইটস্পীড অপটিমাইজ
- সম্পূর্ণ এসএসডি ডিস্ক
- ডাটাবেজ মারিয়া ডিবি
- ক্লাউড লিনাক্স অপারেটিং সিস্টেম এর ফলে আপনাকে কোন অতিরিক্ত লোড এর সম্মুখীন হতে হবে না
- সার্ভার লেভেল Caching সুবিধা
- আনলিমিটেড ব্যান্ডউইথ
- Clouflare Free CDN ইন্টিগ্রেশন সুবিধা সি-প্যানেলে
আপনি গুগলে Fastest WordPress Hosting লিখে সার্চ দিতে পারেন। দেখবেন অনেকগুলো সার্চ রেজাল্ট এর ভেতর থেকে আপনার পছন্দের হোস্টিং কোম্পানি আছে কিনা।
এসএসএল অবশ্যই লাগবে
হোস্টিং মোটামুটি সিলেক্ট করা হয়ে গেলে আপনাকে এবার ওয়ার্ডপ্রেস সেটআপ করে নিতে হবে। ওয়ার্ডপ্রেস সেটআপ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার এসএসএল সার্টিফিকেট থাকে। এসএসএল হল HTTPS দিয়ে সাইট আসা। গুগল ক্রোমের নতুন আপডেটে কিছুদিন আগে যদি আপনার সাইট এস এস এল না থাকে তাহলে নট সিকিউর দেখায়।
লাইটস্পীড সার্ভার হলে সবচেয়ে ভালো
একটি ওয়েবসাইটের জন্য লাইটস্পিড সার্ভার অনেক প্রয়োজনীয়। সার্ভার ের স্পীদ বেশি হইলে আপনার অনেক ভিসিটর বাউন্স করে চলে যাবে। এতে করে একদিকে আপনি ট্রাফিক হারাবেন আরেক দিকে সার্চইঞ্জিনগুলোতে আপনার র্যাঙ্ক ও হারাবেন। অনেকে অনেক রকম হোস্টিং দেয়। এর দাম 200 টাকা থেকে শুরু করে মাসে 900 টাকা পর্যন্ত আছে।