প্রযুক্তির উৎকর্ষতায় বদলে যাওয়া পৃথিবী এবং তার সাথে বদলে যাচ্ছে মানুষের জীবনের গতিপথ। মানুষ এখন সেকেল মাধ্যমের পরিবর্তে সবকিছুতে ব্যবহার করে চলছে প্রযুক্তি। তাই এখন কোন বড় সমস্যাতে ঘাবড়ে যায় না কেউ। কারণ প্রযুক্তি ব্যবহার করে যে কোন বড় সমস্যারও সহজ সমাধান বের করা যায়। এইভাবে প্রযুক্তির উৎকর্ষতার সাথে এয়ারটেলে কোম্পানিও বদলে নিয়েছে তাদের দৈনন্দিন কার্যক্রম। তাঁদের সেবা প্রদানের সাধারণ নিয়মের সাথে যোগ করেছে মাই এয়ারটেল নামের একটি অ্যাপ। তাই আজকের লেখাটাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে মাই এয়ারটেল অ্যাপ ডাউনলোড পদ্ধতি নিয়ে।
সূচিপত্র
মাই এয়ারটেল অ্যাপ কি?
মাই এয়ারটেল অ্যাপ” হলো এয়ারটেল কোম্পানির একটি ডিজিটাল সংস্করণ। এখন আর কোন গ্রাহকের কঠিন কোড মনে রেখে সেবা নেওয়ার দরকার হবে না। এয়ারটেলের এক্সক্লুসিভ সব অফার—সীমের ডাটা, এসএমএস, মিনিট সব অফার পাবেন এক অ্যাপেই। এই অ্যাপের সাহায্যে একজন গ্রাহক এয়ারটেল কোম্পানির যাবতীয় সকল সেবা গুলো পেয়ে যাবেন। কারণ গ্রাহকের প্রয়োজনীয় সকল সেবার জন্য মাই এয়ারটেল অ্যাপ সহজ একটি সমাধান। চলুন ধাপে ধাপে দেখি কিভাবে ডাউনলোড করবেন মাই এয়ারটেল অ্যাপ।
কিভাবে মাই এয়ারটেল অ্যাপ ডাউনলোড করবেন?
মূলত যেসব পদ্ধতি গুলো অনুসরণ করে মাই এয়ারটেল অ্যাপ ডাউনলোড করবেন, তা নিচে উল্লেখ করা হলো।
ধাপ-০১
আপনার ফোনে থাকা “প্লে স্টোর” এ্যাপটিতে ক্লিক করবেন।
ধাপ-০২
“প্লে স্টোর” এ্যাপটিতে ক্লিক করার পর উপরের মতো একটি পেজ ওপেন হবে। এবং সেখানে সার্চের একটি ঘর থাকবে।
ধাপ-০৩
সার্চ করার ঘরটিতে ক্লিক করে লিখতে হবে “My Airtel”
ধাপ-০৪
“My Airtel” লিখে সার্চ করার পর উপরের মতো আরেকটি পেজ ওপেন হবে। সেখানে “Install” অপশনে ক্লিক করবেন।
ধাপ-০৫
Install অপশনে ক্লিক করার পর উপরের মতো পুনরায় আরেকটি পেজ দেখতে পাবেন। যেখানে অ্যাপটি ডাউনলোড হবে। চাইলে আপনি “Cancel” অপশনে ক্লিক করে ডাউনলোড বন্ধও করে দিতে পারবেন।
ধাপ-০৬
ডাউনলোড শেষ হলে উপরের মতো পুনরায় আরেকটি পেজ দেখতে পাবেন। পেজটির “Open” অপশনে ক্লিক করতে হবে।
ধাপ-০৭
“Open” অপশনে ক্লিক করার পর উপরের মতো নতুর আরেকটু পেজ দেখতে পাবেন। সেটির ” Sign In” অপশনে ক্লিক করতে হবে। আপনি চাইলে “Guest Sign In” অপশনে ক্লিক করে গেস্ট হিসেবে মাই এয়ারটেল অ্যাপ ব্যবহার করতে পারেন। তবে “Sign In” করে ব্যবহার করাই উত্তম।
ধাপ-০৮
“Sign In” অপশনে ক্লিক করার পর উপরের মতো আরো একটি পেজ ওপেন হবে। সেটির খালি ঘরে আপনার ব্যবহৃত এয়ারটেল নাম্বার বসাতে হবে। এবং “Sign in Using OTP” অপশনে ক্লিক করতে হবে।
“Or ” এর নিচে খেয়াল করুন— গুগল এবং ফেসবুক ব্যবহার করেও আপনি মাই এয়ারটেল অ্যাপ সাইন ইন করতে পারবেন।
ধাপ-০৯
“Sign in Using OTP” অপশনে ক্লিক করার পর ব্যবহৃত এয়ারটেল নাম্বারে ছয় ডিজিটের একটি কোড যাবে। সেই কোড খালি ঘরে বসিয়ে পুনরায় “Sign In” অপশনে ক্লিক করতে হবে।
ধাপ-১০
“Sign In” অপশনে ক্লিক করার পর নতুন আরেকটি পেজ ওপেন হবে। সেটি হলো মাই এয়ারটেল অ্যাপ এর ফাইনাল পেজ।
কেন ব্যবহার করবেন মাই এয়ারটেল অ্যাপ?
কোন জিনিস ব্যবহারের আগে আমরা সেই জিনিসের কি কি সুবিধা আছে তা নিয়ে চিন্তা করি। মাই এয়ারটেল অ্যাপেও আমরা খুঁজবো গ্রাহকের জন্য তারা কোন ধরনের সুবিধা গুলো দিচ্ছে। বলতে গেলে মাই এয়ারটেল অ্যাপে গ্রাহকের জন্য রয়েছে বেশ কিছু সুবিধা।
- একসাথে অনেক গুলো সেবা নেওয়ার কোড মনে রাখতে হয় আমাদের। কারণ কোড ডায়াল করা ছাড়া সেবা নেওয়া যায় না। অনেক সময় আমরা কোড ভুলে যাই। এতে মাঝে মাঝে আমাদের প্রয়োজনীয় সেবা নিতে সমস্যা হতে পারে। এয়ারটেল কোম্পানি গ্রাহকের কঠিন কাজটি করে দিয়েছে সহজ । এখন আপনাকে কষ্ট করে কোড মনে রাখতে হবে না। মাই এয়ারটেল অ্যাপএ তারা সব কিছুই গুছিয়ে নিয়ে এসেছেন। ক্লিক করেই সব ধরনের সেবা মাই এয়ারটেল অ্যাপের মাধ্যমে নিতে পারবেন।
- ইন্টারনেট, টকটাইম এবং এসএমএস ব্যালেন্স সব একসাথে দেখতে পাবেন মাই এয়ারটেল অ্যাপে।
- মাই এয়ারটেল অ্যাপে ক্লিকই সেবা গ্রহনের মাধ্যমে আপনি হবেন ঝামেলামুক্ত।
- কোন না কোন সময় বন্ধুদের কাছে ব্যালেন্স ট্রান্সফারের প্রয়োজন হয়। মাই এয়ারটেল অ্যাপ সেটিও সহজ করে দিয়েছে। আপনি খুব সহজে মাই এয়ারটেল অ্যাপে ব্যবহার করে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
- যে কোন সমস্যায় কাস্টমার কেয়ারে সহজে যোগাযোগ করতে পারবেন মাই এয়ারটেল অ্যাপের সাহায্যে।
- খেলাধুলা, গান, সিনেমা আরও অনেক কিছু একসাথে দেখতে পারবেন মাই এয়ারটেল অ্যাপ ব্যবহার করে।
সুতরাং কোন রকম ঝামেলা ছাড়া এয়ারটেল এর সব ধরনের সেবা উপভোগ করতে পারবেন মাই এয়ারটেল অ্যাপের মাধ্যমে।
উপসংহার
পুরো লেখাটিতে তুলে ধরা হলো মাই এয়ারটেল অ্যাপের ডাউনলোড পদ্ধতি এবং কেন ব্যবহার করবেন মাই এয়ারটেল অ্যাপ। আশা করি লেখাটি মনযোগ সহকারে পড়ার মাধ্যমে পাঠক সহজে জানতে পারবেন মাই এয়ারটেল অ্যাপ সম্পর্কে।