মাই জিপি অ্যাপ ডাউনলোড করুন খুব সহজেই

কঠিন কিছুকে এড়িয়ে আমরা সহজ পদ্ধতি অনুসরণ করে যে কোন কাজ করতে চাই। আর যখন সহজ পদ্ধতি আমাদের হাতের নাগালে চলে আসে, সেটাকে কেউই হাতছাড়া করতে চাই না । প্রযুক্তির আশিবার্দে  নিত্যদিনের কাজ গুলো এবং পুরো পৃথিবী যখন আমাদের হাতের মুটোই, তখন গ্রামীণ ফোন কোম্পানি কেন পিছিয়ে থাকবে! তারা গ্রাহকের চিন্তা মাথায় রেখে মাই জিপি নামে একটি  অ্যাপ বাজারে নিয়ে আসে। যেটির মাধ্যমে গ্রাহকরাা জিপি কেম্পানির  প্রদান করা যে কোন সেবা গ্রহণ করতে পারবেন খুব সহজেই। তাই আজেকের লেখাটাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে মাই জিপি অ্যাপ ডাউনলোড পদ্ধতি নিয়ে।

মাই জিপি অ্যাপ কি?

মাই জিপি অ্যাপ” হলো জিপি কোম্পানির একটি ডিজিটাল সংস্করণ। এখন আর কোন গ্রাহকের কঠিন কোড মনে রেখে সেবা নেওয়ার দরকার হবে না। জিপির এক্সক্লুসিভ সব অফার—সীমের ডাটা,  এসএমএস, মিনিট সব অফার পাবেন এক অ্যাপেই। এই অ্যাপের সাহায্যে একজন গ্রাহক জিপি কোম্পানির যাবতীয় সকল সেবা গুলো পাবেন। কারণ গ্রাহকের প্রয়োজনীয় সকল সেবার জন্য মাই জিপি অ্যাপ সহজ একটি সমাধান। চলুন ধাপে ধাপে দেখি কিভাবে ডাউনলোড করবেন মাই রবি অ্যাপ।

কিভাবে ডাউনলোড করবেন মাই জিপি অ্যাপ?

মূলত যেসব পদ্ধতি গুলো অনুসরণ করে মাই জিপি অ্যাপ ডাউনলোড করবেন, তা নিচে উল্লেখ করা হলো।

ধাপ-০১

উপরের পেজে দেখুন “প্লে স্টোর”এ্যাপ। আপনার ফোনে থাকা “প্লে স্টোর” এ্যাপটিতে ক্লিক করবেন।

কিভাবে ডাউনলোড করবেন মাই জিপি অ্যাপ? ধাপঃ ১

ধাপ-০২

“প্লে স্টোর” এ্যাপটিতে ক্লিক করার পর উপরের মতো একটি পেজ ওপেন হবে। এবং সেখানে সার্চের একটি ঘর থাকবে।

কিভাবে ডাউনলোড করবেন মাই জিপি অ্যাপ? ধাপঃ ২

ধাপ-০৩

সার্চ করার ঘরটিতে ক্লিক করে লিখতে হবে “my gp”

কিভাবে ডাউনলোড করবেন মাই জিপি অ্যাপ? ধাপঃ ৩

ধাপ-০৪

“My gp” লিখে সার্চ করার পর উপরের মতো আরেকটি পেজ ওপেন হবে। সেখানে “Install” এ ক্লিক করবেন।

কিভাবে ডাউনলোড করবেন মাই জিপি অ্যাপ? ধাপঃ ৪

ধাপ-০৫

“Install” অপশনে ক্লিক করার পর উপরের মতো পুনরায় আরেকটি পেজ দেখতে পাবেন। যেখানে অ্যাপটি ডাউনলোড হবে। চাইলে আপনি “Cancel” অপশনে ক্লিক করে ডাউনলোড বন্ধও করে দিতে পারবেন।

কিভাবে ডাউনলোড করবেন মাই জিপি অ্যাপ? ধাপঃ ৫

ধাপ-০৬

ডাউনলোড শেষ হলে পুনরায় আরেকটি পেজ দেখতে পাবেন। পেজটির “Open” অপশনে ক্লিক করতে হবে।

কিভাবে ডাউনলোড করবেন মাই জিপি অ্যাপ? ধাপঃ ৬

ধাপ-০৭

“Open” অপশনে ক্লিক করার পর উপরের মতো নতুন আরেকটি পেজ দেখতে পাবেন। সেটির Sign in অপশনে ক্লিক করবেন।

কিভাবে ডাউনলোড করবেন মাই জিপি অ্যাপ? ধাপঃ ৬

ধাপ-০৮

Sign in অপশনে ক্লিক করার পর উপরের মতো পুনরায় আরেকটি নতুন পেজ ওপেন হবে। এবং সেটির খালি ঘরটিতে আপনার জিপি ফোন নাম্বার বসাতে হবে। এরপর Continue অপশনে ক্লিক করতে হবে।

কিভাবে ডাউনলোড করবেন মাই জিপি অ্যাপ? ধাপঃ ৮

ধাপ-০৯

Continue অপশনে ক্লিক করার পর সাইন ইনএ ব্যবহার করা ফোন নাম্বারে একটি চার ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি খালি ঘরটিতে বসিয়ে Continue অপশনে ক্লিক করতে হবে।

কিভাবে ডাউনলোড করবেন মাই জিপি অ্যাপ? ধাপঃ ৯

ধাপ-১০

Continue অপশনে ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে। সেটি হলো মাই জিপি অ্যাপ এর ফাইনাল পেজ।

কিভাবে ডাউনলোড করবেন মাই জিপি অ্যাপ? ধাপঃ ১০

মাই জিপি অ্যাপ কেন ব্যবহার করবেন?

প্রত্যেক জিনিসের কিছু না কিছু সুবিধা থাকে। তেমনি মাই জিপি অ্যাপেরও রয়েছে কিছু সুবিধা। মূলত

বেশ কিছু সুবিধার জন্য আপনি মাই জিপি অ্যাপ ব্যবহার করতে পারেন।

  • সাধারণ নিয়মে আমরা জিপি কোম্পানির কোন সেবা নিতে গেলে কোড ডায়াল করে নিতে হয়। অনেক সময় আমরা কোড ভুলে যাই। এতে মাঝে মাঝে আমাদের প্রয়োজনীয় সেবা নিতে সমস্যা হতে পারে। কিন্তু মাই জিপি অ্যাপ ব্যবহারে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। কারণ মাই জিপি অ্যাপএ সব কিছু গুছিয়ে দেওয়া আছে। এবং ক্লিক করেই সব ধরনের সেবা মাই জিপি অ্যাপের মাধ্যমে নিতে পারবেন।
  • ইন্টারনেট, টকটাইম এবং এসএমএস ব্যালেন্স সব একসাথে দেখতে পাবেন মাই জিপি অ্যাপে।
  • খেলাধুলা, সিনেমা, নাটক, গেম, আবহাওয়া, সংবাদ এবং আরও অনেক কিছু একসাথে দেখতে পারবেন মাই জিপি অ্যাপ ব্যবহার করে।
  • মাই জিপি অ্যাপ ব্যবহার করে কোন অফার কিনলেই পাবেন জিপি পয়েন্টস। এই পয়েন্টস দিয়ে পাবেন ইন্টারনেট এবং এসএমস প্যাক।
  • ক্লিকই চেক করতে পারবেন জিপি থেকে ব্যবহৃত সেবার হিস্ট্রি স্ট্যাটাস।
  • মাই জিপি অ্যাপ লগইন করা থাকলে রয়েছে আপনার প্রোফাইলে ছবি আপলোড করার সুবিধা।
  • সেরা সব অফারের জন্য রিচার্জ করলে পাবেন ক্যাশব্যাক সুবিধা। যেটি আপনি মাই জিপি অ্যাপ থেকে উপভোগ করতে পারবেন খুব সহজেই।
  • দেশের যাবতীয় সব খবরের আপডেট নিতে পারবেন মাই জিপি অ্যাপের সাহায্যে।

উপসংহার

পুরো লেখাটিতে  তুলে ধরা হলো মাই জিপি অ্যাপের ডাউনলোড পদ্ধতি এবং কেন ব্যবহার করবেন মাই জিপি অ্যাপ। আশা করি লেখাটি মনযোগ সহকারে পড়ার মাধ্যমে পাঠক সহজে জানতে পারবেন মাই জিপি অ্যাপ  সম্পর্কে।

Leave a Comment