আমাদের ফেসবুক ব্যবহার করার অন্যতম একটি উদ্দেশ্য থাকে যোগাযোগ করার। এবং এই উদ্দেশ্য সহজ করে দিয়েছে মেসেঞ্জার অ্যাপ। যেটির মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন বন্ধু-বান্ধব, নিকট আত্মীয়ের সাথে। যদি তাঁরাও আপনার মতো ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করে থাকেন। তাই আজকের লেখাটাতে আলোচনা করা হয়েছে মেসেঞ্জার অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন।
সূচিপত্র
মেসেঞ্জার অ্যাপ কি?
মেসেঞ্জার অ্যাপ হলো অনলাইনে মেসেজ-চ্যাটের একটি মাধ্যম। যেটির সাহায্যে একে অন্যের সাথে ভাব বিনিময় করা যায়। বর্তমানে বিশ্বে জনপ্রিয় এর দিক থেকে মেসেঞ্জার অ্যাপ দ্বিতীয়। প্রায় ১৩০ কোটিরও বেশি মানুষ মেসেজ-চ্যাটের জন্য অ্যাপটি ব্যাবহার করছে। চলুন ধাপে ধাপে দেখি মেসেঞ্জার অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন।
কিভাবে ডাউনলোড করবেন মেসেঞ্জার “Messenger” অ্যাপ?
মূলত যেসব পদ্ধতি গুলো অনুসরণ করে মেসেঞ্জার অ্যাপ ডাউনলোড করবেন।
ধাপ-০১
আপনার ফোনে থাকা “প্লে স্টোর” এ্যাপটিতে ক্লিক করবেন।
ধাপ-০২
“প্লে স্টোর” এ্যাপটিতে ক্লিক করার পর উপরের মতো একটি পেজ ওপেন হবে। এবং সেখানে সার্চের একটি ঘর থাকবে।
ধাপ-০৩
সার্চ করার ঘরটিতে ক্লিক করে লিখতে হবে “messenger”
ধাপ-০৪
“Messenger” লিখে সার্চ করার পর উপরের মতো আরেকটি পেজ ওপেন হবে। সেখানে “Install” এ ক্লিক করবেন।
ধাপ-০৫
“Install” অপশনে ক্লিক করার পর উপরের মতো পুনরায় আরেকটি পেজ দেখতে পাবেন। যেখানে অ্যাপটি ডাউনলোড হবে। চাইলে আপনি “Cancel” অপশনে ক্লিক করে ডাউনলোড বন্ধও করে দিতে পারবেন।
ধাপ-০৬
ডাউনলোড শেষ হলে পুনরায় আরেকটি পেজ দেখতে পাবেন। পেজটির “Open” অপশনে ক্লিক করতে হবে।
ধাপ-০৭
“Open” অপশনে ক্লিক করার পর নতুন আরকেটি পেজ দেখতে পাবেন। যেখানে ইমেইল অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে “Log In” অপশনে ক্লিক করতে হবে।
ধাপ-০৮
“Log In” অপশনে ক্লিক করার পর পুনরায় নতুন আরেকট পেজ ওপেন হবে। যেখানে Not Now অথবা Save Info কোন একটাতে ক্লিক করবেন।
ধাপ-০৯
Not Now অথবা Save Info কোন একটাতে ক্লিক করার পর উপরেে মতো আরেকটি পেজ ওপেন হবে। যেখানে Turn On অথবা Not Now অপশনে ক্লিক করতে হবে।
ধাপ-১০
Turn On অথবা Not Now অপশনে ক্লিক করার পর, পুনরায় আরেকটি নতুন পেজ ওপেন হবে। সেখানে Ok অথবা Not Now অপশনে ক্লিক করবেন।
ধাপ-১১
Ok অথবা Not Now অপশনে ক্লিক করার পর উপরের মতো আরেকটি পেজ দেখবেন। সেখানের Ok অপশনে ক্লিক করবেন।
ধাপ-১২
Ok অপশনে ক্লিক করার পর উপরে আরেকটি নতুন পেজ ওপেন হবে। এটি হলো মেসেঞ্জারের ফাইনাল পেজ।
মেসেঞ্জার কেন ব্যবহার করবেন?
মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য রয়েছে বেশ কিছু সুবিধা। দেখে নেওয়া যাক সুবিধা গুলো কি কি।
ডাকনাম যুক্ত করা
আমরা অনেকেই আছি—কার সাথে মেসেজ-চ্যাট করতেছি অন্যকে বুঝতে দিতে চাই না। এর জন্য আপনি চাইলে নিজের নাম এবং যার সাথে চ্যাট করছেন তার নাম পরিবর্তন করে ডাকনাম যুক্ত করতে পারবেন।
মেসেঞ্জারে রং পরিবর্তন
একই ধরনের রং সবসময় দেখতে দেখতে একঘেয়েমি চলে আসতে পারে। আপনার এই একঘেয়েমি দূর করার জন্য মেসেঞ্জার চ্যাটএ রয়েছে রঙ পরিবর্তনের সুবিধা। আপনি চাইলে মেসেঞ্জার চ্যাটিংয়ের সময় একেক জনের সাথে একেক রং যুক্ত করে চ্যাট করতে পারবেন।
ডার্ক মোড
মেসেঞ্জারে রয়েছে ডার্ক মোড সুবিধা। এটি আপনার চোখের জন্য আরামদায়ক এবং মেসেঞ্জারের সৌন্দর্য বৃদ্ধির সাথে ব্যাটারি চার্জও খরচ হবে কম।
অডিও বার্তা পাঠানো
অনেকে আছে টাইপ করতে পছন্দ করে না অথবা টাইপ করা কঠিন মনে হয়। এর জন্য মেসেঞ্জারে আছে অডিও বার্তা পাঠানোর সুবিধা। আপনি চাইলে টাইপের পরিবর্তে অডিওয়ের মাধ্যমে বার্তা আদান-প্রদান করতে পারবেন।
মেসেঞ্জার গেম
গেম খেলতে অনেকেই পছন্দ করে। মেসেঞ্জারে রয়েছে গেম খেলার সুবিধাও। আপনি চাইলে অবসর সময়টাতে মেসেঞ্জারে গেম খেলে কাটাতে পারবেন।
বার্তা মুছে ফেলা
বার্তা পাঠানোর ক্ষেত্রে আমাদের ভুল হতে পারে। সেটা টাইপিংয়ে অথবা ভুল কিছু লিখে ফেলা। তখন চাইলে আপনি ঐ বার্তা মুছে দিতে পারবেন। যেটি প্রাপক আর দেখতে পারবেন না।
গ্রুপ বার্তা
মেসেঞ্জারে শুধু একজনের সাথে চ্যাট করা ছাড়াও রয়েছে গ্রুপ চ্যাট করার সুবিধা। আপনি চাইলে একটি মেসেঞ্জার গ্রুপ খুলে সেখানে একের অধিক জনকে যুক্ত করে চ্যাট করতে পারবেন।
উপসংহার
পুরো লেখাটিতে তুলে ধরা হলো মেসেঞ্জার অ্যাপ ডাউনলোড পদ্ধতি এবং কি কি ফিচার রয়েছে অ্যাপটিতে। আশা করি লেখাটি মনযোগ সহকারে পড়ার মাধ্যমে পাঠক সহজে জানতে পারবেন মেসেঞ্জার অ্যাপটি সম্পর্কে। এছাড়াও ফেসবুকের অন্যান্য ফিচারস ব্যাবহার করতে চাইলে খুব সহজেই facebook lite apk download করতে পারেন।