ব্যবসার ক্ষেত্রে লেনদেনরে হিসাব একটি মূখ্য বিষয়। গ্রাম বা শহরে গড়ে উঠা একমালিকানা ব্যবসায়ের বেশির ভাগ লেনদেনের হিসাব রাখা হয় হাতে-কলমে। এতে পরবর্তীতে অনেক ধরনের ঝামেলা পোহাতে হয় মালিককে। তবে এখন যুগ পাল্টেছে। হাতে-কলমে লেনদনের হিসাব ছেড়ে ব্যবহার করতে পারেন টালিখাতা অ্যাপস। যেটাতে ব্যবসায়ের সকল লেনদেনেরর স্বচ্ছ হিসবা রাখা যাবে। মালিককে পাওনা টাকা আদায়ে অথবা অন্য কোনো লেনদেনের ঝামেলায় পরতে হবে না। তাই আজকের লেখাটাতে আলোচনা করা হয়েছে টালিখাতা অ্যাপ ডাউনলোড নিয়ে।
সূচিপত্র
টালিখাতা অ্যাপ কি?
টালিখাতা অ্যাপ হলো ব্যবসায়িক লেনদেনের হিসাব রাখার ডিজিটাল পদ্ধতি। যেখানে হাতে-কলমের পরিবর্তে একটি অ্যাপে হিসাব লিপিবদ্ধ করা হয়। অফিসিয়াল তথ্য মতে টালিখাতা অ্যাপটি ২৫ লাখ ব্যবসায়ীরা ব্যবহার করছে। চলুন ধাপে ধাপে দেখি কিভাবে টালিখাতা অ্যাপটি ডাউনলোড করবেন।
কিভাবে টালিখাতা অ্যাপ ডাউনলোড করবেন?
মূলত যেসব পদ্ধতি গুলো অনুসরণ করে আপনি টালিখাতা অ্যাপ ডাউনলোড করবেন।
ধাপ-০১
আপনার ফোনে থাকা “প্লে স্টোর” এ্যাপটিতে ক্লিক করবেন।
ধাপ-০২
“প্লে স্টোর” এ্যাপটিতে ক্লিক করার পর উপরের মতো একটি পেজ ওপেন হবে। এবং সেখানে সার্চের একটি ঘর থাকবে।
ধাপ-০৩
সার্চ করার ঘরটিতে ক্লিক করে লিখতে হবে “টালিখাতা”
ধাপ-০৪
“টালিখাতা” লিখে সার্চ করার পর উপরের মতো আরেকটি পেজ ওপেন হবে। সেখানে “Install” অপশনে ক্লিক করবেন।
ধাপ-০৫
Install অপশনে ক্লিক করার পর উপরের মতো পুনরায় আরেকটি পেজ দেখতে পাবেন। যেখানে অ্যাপটি ডাউনলোড হবে। চাইলে আপনি “Cancel” অপশনে ক্লিক করে ডাউনলোড বন্ধও করে দিতে পারবেন।
ধাপ-০৬
ডাউনলোড শেষ হলে পুনরায় আরেকটি পেজ দেখতে পাবেন। পেজটির “Open” অপশনে ক্লিক করতে হবে।
ধাপ-০৭
“Open” অপশনে ক্লিক করার উপরের মতো একটি নতুন পেজ দেখবেন। সেটির খালি ঘরটিতে আপনার একটি চালু মোবাইল নাম্বার বসাতে হবে। এরপর “পরবর্তী” অপশনে ক্লিক করতে হবে।
ধাপ-০৮
“পরবর্তী” অপশনে ক্লিক করার পর আপনার ব্যবহৃত মোবাইন নাম্বারে চার ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। সেটি খালি ঘরে বসাতে হবে।
ধাপ-০৯
ভেরিফিকেশন কোড বসানোর পর নতুন একটি পেজ ওপেন হবে এবং আপনার টালিখাতা রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। এরপর খালি ঘরটিতে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম বসিয়ে ” ব্যবহার শুরু করি” অপশনে ক্লিক করবেন।
ধাপ-১০
“ব্যবহার শুরু করি” অপশনে ক্লিক করার পর উপরের মতো একটি পেজ ওপেন হবে। সেটি হলো আপনার টালিখাতা অ্যাকাউন্টের ফাইনাল পেজ।
কেন ব্যবহার করবেন টালিখাতা অ্যাপ?
আপনার যদি কোন ব্যবসা থাকে, সেখানে লেনদনের হিসাবের জন্য টালিখাতা অ্যাপ ব্যবহার করতে পারেন। কেন ব্যবহার করবেন তা নিচে উল্লেখ করা হলো।
- টালিখাতা অ্যাপ ব্যবহারের জন্য কোন টাকার প্রয়োজন হয় না। চাইলে এটি ফ্রীতে যে কেউ ব্যবহার করতে পারবে।
- কিছু অ্যাপ থাকে ইন্টারনেট সংযোগ ছাড়া ব্যবহার করা যায় না। কিন্তু টালিখাতা অ্যাপ ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহার করা যায়।
- টালিখাতার মাধ্যমে আপনার ব্যবসায়িক লেনদেনের সব হিসাব রাখতে পারবেন। যেটি সবসময় আপনার পকেটেই থাকবে।
- ক্রেতাকে এসএমএস এর মাধ্যমে বাকী সম্পর্কে জানাতে পারবেন এবং আদায় করাও সহজ।
- ব্যবসার লেনদনের পুরো হিসাব তৈরী সহজ।
- সব লেনদেনের রিপোর্ট ডাউনলোড করে আপনার ফোনে জমা করে রেখে দিতে পারবেন।
- আপনার ব্যবসার সাপ্তাহিক এবং মাসিক ক্রয়-বিক্রয় এবং আয়-ব্যয়ের রিপোর্ট সহজে দেখতে পারবেন।
- ভুলক্রমে কোন লেনদেন যদি রিমুভ হয়ে যায়, তাহলে রয়েছে অটো ব্যাকআপ সুবিধা। তাই কোনো লেনদেন রিমুভ হলেও ভয় নেই।
- কোনো হিসাবের গড়মিল হলে সহজে ধরতে পারবেন।
- আপনার ডিভাইস চুরি হওয়া অথবা ডিভাইস থেকে অ্যাপটি রিমুভ হয়ে গেলেও কোনো সমস্যা হবে না। নতুন ডিভাইসে টালিখাতা অ্যাপটি পুনরায় ডাউনলোড করে, যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছিলেন, সেটা দিয়ে পুনরায় লগইন করলে সব তথ্য পেয়ে যাবেন।
- রয়েছে গোপনে পিন ব্যবহারের সুযোগ। যেটির ফলে আপনার তথ্য অন্য কেউ দেখা থেকে নিরাপদ থাকবে।
- আপনার ব্যবসা প্রসারে শর্ত সাপেক্ষে পেতে পারেন লোন।
- আপনার মোবাইল ব্যাংকিং ব্যবহার করে ক্রেতাদের থেকে পেমেন্ট গ্রহণ এবং আপনার ব্যবসায়ে পণ্য সরবরাহকারীদের পেমেন্ট করতেও পারবেন।
উপসংহার
টালিখাতা ব্যবসায়িদের জন্য গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। এটির সাহায্যে একজন ব্যবসায়ী তার লেনদেনের সমস্ত হিসাব স্বচ্ছ উপায়ে করে রাখতে পারবে। তাই আজকের পুরো লেখাটিতে তুলে ধরা হলো টালিখাতা ডাউনলোড পদ্ধতি এবং কেন ব্যবহার করবেন টালিখাতা অ্যাপটি। আশা করি লেখাটি মনযোগ সহকারে পড়ার মাধ্যমে পাঠক সহজে জানতে পারবেন টালিখাতা অ্যাপটি সম্পর্কে।