দৈনন্দিন জীবনে চলার জন্য আমরা কিছু জিনিসের প্রয়োজনীয়তা অনুভব করি। এবং সেই জিনিস গুলো সহজে পেতে চাই সকলেই। প্রযুক্তি পূরণ করে দিয়েছে আমাদের চাওয়া গুলো। তেমনি “মাই রবি অ্যাপ” প্রযুক্তির একটি অংশ। যেটি রবি সীমের কার্যক্রম সহজবোধ্য করে তুলেছে গ্রাহকের কাছে। তাই আজকের লেখাটাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে “মাই রবি অ্যাপ” নিয়ে।
সূচিপত্র
মাই রবি অ্যাপ কি?
“মাই রবি অ্যাপ” হলো রবি কোম্পানির একটি ডিজিটাল সংস্করণ। যেখানে পাবেন—রবির এক্সক্লুসিভ সব অফার। যেমন: সীমের ডাটা, এসএমএস, মিনিট সব অফার এক অ্যাপেই। এছাড়া রয়েছে লাইফস্টাইল জাতীয় কিছু সুবিধা। এই অ্যাপের সাহায্যে একজন রবি গ্রাহক রবি কোম্পানির যাবতীয় সকল সেবা গুলো পাবেন। কারণ গ্রাহকের প্রয়োজনীয় সকল সেবার জন্য মাই রবি সহজ একটি সমাধান। চলুন ধাপে ধাপে দেখি কিভাবে ডাউনলোড করবেন মাই রবি অ্যাপ।
কিভাবে মাই রবি অ্যাপ ডাউনলোড করবেন?
মূলত যেসব পদ্ধতি গুলো অনুসরণ করে “মাই রবি অ্যাপ” ডাউনলোড করবেন তা নিচে উল্লেখ করা হলো।
ধাপ-০১
উপরের পেজে দেখুন “প্লে স্টোর”এ্যাপ। আপনার ফোনে থাকা “প্লে স্টোর” এ্যাপটিতে ক্লিক করবেন।
ধাপ-০২
“প্লে স্টোর” এ্যাপটিতে ক্লিক করার পর উপরের মতো একটি পেজ ওপেন হবে। এবং সেখানে সার্চের একটি ঘর থাকবে।
ধাপ-০৩
সার্চ করার ঘরটিতে ক্লিক করে লিখতে হবে “My Robi App”
ধাপ-০৪
“My Robi App” লিখে সার্চ করার পর উপরের মতো আরেকটি পেজ ওপেন হবে। সেখানে “Install” অপশনে ক্লিক করবেন।
ধাপ-০৫
“Install” অপশনে ক্লিক করার পর উপরের মতো পুনরায় আরেকটি পেজ দেখতে পাবেন। যেখানে অ্যাপটি ডাউনলোড হবে। চাইলে আপনি “Cancel” অপশনে ক্লিক করে ডাউনলোড বন্ধও করে দিতে পারবেন।
ধাপ-০৬
ডাউনলোড শেষ হলে পুনরায় আরেকটি পেজ দেখতে পাবেন। পেজটির ‘Open’ অপশনে ক্লিক করতে হবে।
ধাপ-০৭
“Open” অপশনে ক্লিক করার পর উপরের মতো একটি পেজ দেখতে পাবেন। সেখানে Login অপশনে ক্লিক করতে হবে।
ধাপ-০৮
“Login” অপশনে ক্লিক করার পর পুনরায় আরেকটি পেজ ওপেন হবে। এবং সেখানে তিনটি অপশন থেকে কোন একটিতে ক্লিক করতে হবে। আপনি Login with Robi Number এ ক্লিক করতে পারেন। যেহেতু এটি রবি অ্যাপ। এবং অন্য দুটি থেকেও কোন একটিতে ক্লিক করতে পারবেন। এতে কোন সমস্যা হবে না।
ধাপ-০৯
“Login with Robi Number” এ ক্লিক করার পর উপরের মতো নতুন আরেকটি পেজ দেখবেন। সেটির খালি ঘরে আপনার রবি নাম্বারটি বসাবেন। অবশ্যই নাম্বারটি অন থাকতে হবে। এরপর “Send OTP” অপশনে ক্লিক করতে হবে।
ধাপ-১০
“Send OTP” অপশনে ক্লিক করার পর উপরের মতো একটি নতুন পেজ ওপেন হবে। এবং আপনার নাম্বারে ছয় ডিজিটের একটি কোড আসবে। সেই কোড খালি ঘরে বসিয়ে Login অপশনে ক্লিক করতে হবে।
ধাপ-১১
“Login” অপশনে ক্লিক করার পর যে নতুন পেজটি ওপেন হবে, সেটি হলো আপনার My Robi App এর ফাইনাল পেজ।
কেন ব্যবহার করবেন মাই রবি অ্যাপ?
“মাই রবি অ্যাপ” সম্পূর্ণ গ্রাহকের প্রয়োজন বিবেচনায় তৈরী। তাই বেশ কিছু সুবিধার জন্য আপনি “মাই রবি অ্যাপ” ব্যবহার করতে পারেন।
- সীমের ডাটা, মিনিট, ব্যালেন্স দেখতে পারবেন একসাথে। গ্রাহক যদি সীমে এই বিষয় গুলো চেক করতে যায় সাধারণ নিয়মে আলাদা কোড দরকার হয়। কিন্তু অ্যাপে আপনি সব একসাথে দেখতে পারবেন।
- অনলাইনে রিচার্জ ও বিল পেমেন্ট করতে পারবেন মাই রবি অ্যাপ থেকেই।
- ডাটা, মিনিটের এক্সক্লুসিভ সব অফার পাবেন মাই রবি অ্যাপে।
- মাই রবি অ্যাপ লগইন করা থাকলে রয়েছে আপনার প্রোফাইলে ছবি আপলোড করার সুবিধা।
- অ্যাপ রেফারে পাবেন কিছু ফ্রী সুবিধা।
- রয়েছে সরাসরি চ্যাট করার সুযোগ। আপনার কোন প্রশ্ন এবং অভিযোগ থাকলে চ্যাটের মাধ্যমে সরাসরি জানাতে পারবেন মাই রবি অ্যাপের মাধ্যমে।
- অনেক সময় আমাদের ব্যালেন্স ট্রান্সফারের প্রয়োজন হয়। সেই কাজটি সহজে করতে পারবেন মাই রবি অ্যাপে।
- সেরা সব অফারের জন্য রিচার্জ করলে থাকে ক্যাশব্যাক সুবিধা। যেটি আপনি মাই রবি অ্যাপ থেকে উপভোগ করতে পারবেন খুব সহজেই।
এছাড়াও রয়েছে লাইফস্টাইল সেবা। যেমন:
- আবহাওয়া পূর্বাভাস জানানো।
- প্রার্থনার সময় জানানো।
- দেশের যাবতীয় আপডেট খবর জানানো।
- খেলাধূলার আপডেট, ম্যাচের সময় জানানো।
উপসংহার
পুরো লেখাটিতে তুলে ধরা হলো মাই রবি অ্যাপের ডাউনলোড পদ্ধতি এবং কেন ব্যবহার করবেন মাই রবি অ্যাপ। আশা করি লেখাটি মনযোগ সহকারে পড়ার মাধ্যমে পাঠক সহজে জানতে পারবেন মাই রবি অ্যাপ সম্পর্কে।