শেয়ারইট অ্যাপ ডাউনলোড করুন খুব সহজেই

বহুল ব্যবহৃত একটি অ্যাপের নাম শেয়ারইট। এমন কোন স্মার্টফোন ব্যবহারকারী নেই, যে শেয়ারইট অ্যাপ ব্যবহার করে না। কারণ কোন ডকুমেন্ট এক ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফারের প্রয়োজন হতে পারে। এই কাজে শেয়ারইট অ্যাপ সবচেয়ে বেশি কার্যকরী।  শেয়ারইট অ্যাপ বাজারে আসায় দ্রুত সময়ে ডকুমেন্ট ট্রান্সফারের সুযোগ তৈরী হয়েছে। অন্যথায় দ্রুত সময়ে ডকুমেন্ট ট্রান্সফারের জন্য আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হতো। তাই আজকের লেখার মূল বিষয়বস্তু হলো শেয়ারইট অ্যাপ ডাউনলোড পদ্ধতি নিয়ে। 

শেয়ারইট অ্যাপ কি?

ডকুমেন্ট ট্রান্সফারে নাম্বার ওয়ান একটি অ্যাপের নাম শেয়ারইট। যেটির সাহায্যে যে কোন ধরেনের ডকুমেন্ট সহজে ট্রান্সফার করা যায়। যেমন—ছবি, অডি, ভিডি, সফটওয়্যার, গেম। এক কথায় আমাদের প্রয়োজনে ফোনে যা কিছু ট্রান্সফার করতে হয়, তার সবকিছুই আপনি শেয়ারইট অ্যাপের মাধ্যমে করতে পারবেন। বর্তমানে শেয়ারইট অ্যাপের ব্যবহারকারী দুই মিলিয়নেরও বেশি। যেটি বিশ্বে শেয়ার অ্যাপের মধ্যে নাম্বার ওয়ান। চলুন ধাপে ধাপে দেখি কিভাবে শেয়ারইট অ্যাপটি আপনার স্মার্টফোনে ডাউনলোড করবেন।

কিভাবে ডাউনলোড করবেন শেয়ারইট অ্যাপ?

শেয়ারইট অ্যাপ ডাউনলোড করার পদ্ধতি নিচে দেখানো হলো। যেটির মাধ্যমে খুব সহজেই  অ্যাপটি আপনার স্মার্ট ফোনে ডাউনলোড করে নিতে পারবেন।

ধাপ-০১

আপনার ফোনে থাকা “প্লে স্টোর” অ্যাপটিতে চলে যাবেন। যেটি উপরের পেজে চিহ্নিত করে দেওয়া আছে।

শেয়ারইট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ১

ধাপ-০২

“প্লে স্টোর” অ্যাপটিতে ঢুকার পর উপরের পেজে দেখানো Search for app অপশনে ক্লিক করতে হবে।

শেয়ারইট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ২

ধাপ-০৩

আপনি যেহেতু Shareit অ্যাপ ডাউনলোড করবেন, তাহলে Search for app অপশনে ক্লিক করার পর “Shareit” লিখে সার্চ করতে হবে।

শেয়ারইট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ৩

ধাপ-০৪

“Shareit” লিখে সার্চ করার পর, উপরের মতো একটি পেজ ওপেন হবে।  সেখানে Install অপশনে ক্লিক করুন।

শেয়ারইট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ৪

ধাপ-০৫

Install অপশনে ক্লিক করার পর উপরের মতো দেখতে আরো একটি পেজ ওপেন হবে। সেখানে আপনার অ্যাপটি ডাউনলোড শুরু হবে। 

শেয়ারইট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ৫

ধাপ-০৬

ডাউনলোড শেষ হওয়ার পর, উপরের মতো একটি পেজ দেখতে পাবেন। সেটিতে Open অপশনে ক্লিক করুন।

শেয়ারইট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ৬

ধাপ-০৭

Open অপশনে ক্লিক করার পর, পুনরায়  আরো একটি নতুন পেজ দেখতে পাবেন। সেটিতে Agree And Continue অপশনে ক্লিক করুন।

শেয়ারইট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ৭

ধাপ-০৮

 

Agree and Continue অপশনে ক্লিক করার পর উপরের মতো আরো একটি নতুন পেজ ওপেন হবে। সেটির Allow অপশনে ক্লিক করুন।

শেয়ারইট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ৮

ধাপ-০৯

Allow অপশনে ক্লিক করার পর উপরের মতো আরেকটি পেজ দেখতে পাবেন। সেটিতে খেয়াল করেন দুইটি স্থান চিহ্নিত করা হয়েছে। প্রথমে আপনি Allow Access to manage all files বরাবর চিহ্নত করে দেওয়া স্থানে ক্লিক করুন। এরপর পেজটির উপরের কোণায় All file access এর বাম পাশের তীর চিহ্নে ক্লিক করুন।

শেয়ারইট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ৯

ধাপ-১০

তীর(<) চিহ্নটিতে ক্লিক করার পর, একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। যেটি আপনার Shareit অ্যাপের ফাইনাল পেজ।

শেয়ারইট অ্যাপ ডাউনলোড করার নিয়ম, ধাপ ১০

কেন ব্যবহার করবেন শোয়ারইট অ্যাপ?

কোন জিনিস ব্যবহারের পূর্বে সেই জিনিসের সুবিধা গুলোর কথা আমরা সবাই বিবেচনা করে দেখি। তাহলে আপনি কেন করবেন না! এক নজরে দেখে আসুন, কোন কোন সুবিধা গুলোর কথা বিবেচনায় রেখে আপনি শেয়ারইট অ্যাপ ব্যবহার করবেন।

  • শেয়ারইট অ্যাপকে বিশ্বের দ্রুততম ফাইল শেয়ারিং অ্যাপ বলা যেতে পারে। কারণ এটি ব্লুটুথের চেয়ে অনেক গুণ বেশি দ্রুত সময়ে যে কোন ফাইল ট্রান্সফারের ক্ষমতা সম্পন্ন।
  • ফাইল ট্রান্সফারের সময় প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৪২ এমবি পর্যন্ত উঠে।
  • শেয়ারইট  অ্যাপ ডাটা ও ব্যালেন্স ছাড়া সম্পূর্ণ ফ্রীতে যে কেউ চাইলেই ব্যবহার করতে পারবে।
  • শেয়ারইট অ্যাপের মাধ্যমে ট্রান্সফাকৃত ফাইলের কোন ধরনের গুনগত মানের ক্ষতি হয় না।
  • শেয়ারইট অ্যাপে প্রবেশ করে আপনার ফোনের গ্যালারিতে গিয়ে ছবি, ভিডিও, অডিও সবকিছু ওপেন করে দেখতে পারবেন।
  • শেয়ারইট অ্যাপে কয়টি ফাইল রিসিভ হয়েছে তা দেখতে পারবেন খুব সহজেই।
  • শেয়ারইট অ্যাপে ঢুকে আপনি ক্লিনার ব্যবহার করে ফোন পরিস্কার রাখতে পারবেন।
  • শেয়ারইট অ্যাপে ক্লিনার ব্যবহারের মাধ্যমে Junk ফাইল খুঁজে পরিস্কার করে নিতে পারবেন সহজেই।
  • ভাইরাল হওয়া বিভিন্ন মজাদার ভিডিও দেখতে পারবেন শেয়ারইট অ্যাপের মাধ্যমে।

উপসংহার

শেয়ারটইট অ্যাপ আমাদের যে কোন ফাইল ট্রান্সফার সহজ করে দিয়েছে। এটি বাজারে না আসার পূর্বে এক ফোন থেকে অন্য ফোনে ফাইল ট্রান্সফার করা সহজ ছিলো না। আজকের লেখাটাতে আপনাদের জানানোর চেষ্টা করা হয়েছে শেয়ারইট অ্যাপের ডাউনলোড পদ্ধতি এবং কিছু সুবিধা সম্পর্কে। আশা করা যায় একজন পাঠক লেখাটি পড়ার মাধ্যমে শেয়ারইট অ্যাপ সম্পর্কে ভালো ধারণা পাবেন।

 

Leave a Comment