বর্তমানে যেকোনো ব্যবসার প্রসার ঘটাতে ডিজিটাল প্লাটফর্ম গুলো ছাড়া চিন্তাই করা যায় না। আপনার প্রতিষ্ঠানটির অনলাইন উপস্থিতি না থাকলে এই জুগে আপনি অনেক পিছিয়ে থাকবেন। Google My Business (গুগল মাই বিজনেস) সেই রকমই একটি প্লাটফর্ম। যেকোনো ব্যবসার না প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটিং এর বেশিরভাগ অংশ দখল করে থাকে Google My Business। Google My Business একটি সার্ভিস আপনার ব্যবসা না প্রতিষ্ঠানকে আপনার ভক্তা বা কাস্টমারদের সাথে পরিচয় করিয়ে দেয়। Google My Business যেকোনো ব্যবসা অথবা প্রতিষ্ঠান কে অনলাইনে ব্র্যান্ডিং বা মার্কেটিং করতে অনেক সাহায্য করে।
সূচিপত্র
Google My Business বা GMB কি?
Google My Business (গুগল মাই বিজনেস) সংক্ষেপে (GMB) টেক জায়ান্ট গুগল এর একটি টুল বা সার্ভিস যার মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানটির অনলাইন উপস্থিতি বৃদ্ধি করতে পারেন। Google My Business-এ আপনার প্রতিষ্ঠান যোগ করলে আপনার কাস্টমাররা গুগল সার্চ রেজাল্ট পেজে এবং গুগল ম্যাপে সহজে খুঁজে পাবে। আমরা যখন গুগলে কোন প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করি তখন কম্পিউটার ডান পাশে এবং মোবাইলে উপরের দিকে একটা বক্সের মধ্যে প্রতিষ্ঠানটির লোকেশন, ছবি, ঠিকানা সহ বিভিন্ন তথ্য দেখতে পাই। আবার কোন সেবা বা প্রতিষ্ঠানের ধরন লিখে সার্চ করলে রেজাল্টে ম্যাপ সহ ৩/৫ টি প্রতিষ্ঠানের নাম ও কিছু তথ্য দেখায়। আপনি আপনার প্রতিষ্ঠানটির জন্য Google My Business পেজ তৈরি করলে আপনার প্রতিষ্ঠানটির তথ্যগুলিও এইভাবে সার্চ রেজাল্টে দেখাবে। Google My Business থেকে কাস্টমাররা আপনার প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য যেমন আপনার কাস্টমারদের রিভিউ, প্রতিষ্ঠান খোলার এবং বন্ধ হওয়ার সময়, ফোন নম্বর, ইমেল, ওয়েবসাইট অ্যাড্রেস ইত্যাদি দেখতে পারবে।
Google My Business-এ আপনার প্রতিষ্ঠান রেজিস্টার করুন
ধাপ ১ঃ গুগল একাউন্ট-এ লগইন করুন
প্রথমে আপনার Gmail একাউন্টে সাইন ইন করুন (Gmail অ্যাকাউন্ট না থাকলে একটি তৈরি করে নিন)
ধাপ ২ঃ Google My Business প্যানেল এ ঢোকা
এখন এই লিঙ্ক https://google.com/business -এ গিয়ে উপরের ডান দিকে “Start now” -এ ক্লিক করুন।
ধাপ ৩ঃ এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখুন।
ধাপ ৪ঃ আপনার প্রতিষ্ঠানের “দেশ, ঠিকানা, শহর, পোস্ট কোড” লিখুন।
ধাপ ৫ঃ ম্যাপ থেকে আপনার প্রতিষ্ঠানের সঠিক লোকেশন সিলেক্ট করুন।
ধাপ ৬ঃ আপনি আপনার ডেলিভারি এলাকা নির্বাচন করুন।
আপনার এলাকার বাহিরে ডেলিভারি দিয়ে থাকলে প্রথমটি নির্বাচন করুন আর না দিলে দ্বিতীয়টি নির্বাচন করুন।
এখানে আপনি যে সকল এলাকায় ডেলিভারি দিয়ে থাকেন সেই এলাকা গুলো দিয়ে দিতে পারেন।
ধাপ ৭ঃ এখান থেকে আপনার ব্যবসার সঠিক ক্যাটেগরিটি নির্বাচন করুন।
ধাপ ৮ঃ এখন ব্যবসায়িক ফোন নাম্বার ও ওয়েবসাইটের ঠিকানা দিন।
ধাপ ৯ঃ আপনি গুগল থেকে টিপস ও নিউজ পেতে চাইলে “Yes” দিন আর না চাইলে “No” দিন।
ধাপ ১০ঃ পরবর্তী ভেরিফিকেশন ধাপ এ যেতে “Finish” ক্লিক করুন।
যেভাবে আপনার পেজ ভেরিফাই করবেনঃ
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হল আপনার পেজটি ভেরিফাই করা। পেজটি ভেরিফাই না করলে আপনার প্রতিষ্ঠানটি সার্চ রেজাল্টে দেখাবে না।
ধাপ ১১ঃ আপনার নাম লিখে “Mail”– এ ক্লিক করুন।
- ইতোমধ্যে আপনি যেই ঠিকানা ব্যবহার করেছেন সেই ঠিকানায় গুগল একটি ভেরিফিকেশন কোড পাঠাবে।
- ভেরিফিকেশন কোডটি ডাকযোগে গুগল সরাসরি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানায় পৌঁছে যাবে।
ধাপ ১২ঃ Google My Business একাউন্ট-এ ঢুকুন
ভেরিফিকেশন কোডটি পাওয়ার পর https://business.google.com/dashboard/ এ গিয়ে বাম পাশের মেনু থেকে “Verify Location” -এ ক্লিক করুন।
ধাপ ১৩ঃ কোডটি “Verify” করুন
এখন সঠিক ভেরিফিকেশন কোডটি দিয়ে “Verify” এ ক্লিক করলেই আপনার প্রতিষ্ঠানটি Google My Business-এ রেজিস্টার্ড হয়ে যাবে।
Google My Business অ্যাপ
এই লিঙ্ক থেকে আপনি Google My Business অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপ দিয়েও আপনি আপনার প্রতিস্থানের এর সব ইনফরমেশন Google My Business-এ যোগ বা আপডেট করতে পারবেন।
শেষ কথাঃ
একটি ব্যবসা প্রতিষ্ঠানের পন্য বা সেবা, লোকেশন এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য অনলাইনের মাদ্ধমে গ্রাহক বা কাস্টমারদের কাছে তুলে ধরার জন্য Google My Business অনেক উপকারি একটি প্লাটফর্ম। আশা করি এই আর্টিকেলটিতে আমরা আপনাদের Google My Business পেজ কি, কিভাবে Google My Business পেজ খুলবেন এবং এর প্রয়োজনীয়তা বোঝাতে পেরেছি।
Google My Business নিয়ে আপনার যেকোনো প্রশ্ন বা আরও তথ্য জানতে নির্দ্বিধায় আমাদের কমেন্ট করে জানান। আমরা সর্বচ্চ চেষ্টা করব আপনার সব প্রশ্নের উত্তর দিতে।